E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রথম বিভাগ হ্যান্ডবল লিগ শুরু রবিবার

২০২৩ জানুয়ারি ২৭ ১৪:২৪:১২
প্রথম বিভাগ হ্যান্ডবল লিগ শুরু রবিবার

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় রবিবার পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হবে কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লিগ।

লিগ শুরু উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে হ্যান্ডবল স্টেডিয়ামের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, লিগ কমিটির চেয়ারম্যান মো: মজিবুল হক, ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক ও লিগ কামিটির সম্পাদক এস.এম খালেকুজ্জামান স্বপন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌসূমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট)-এর চেয়ারম্যান কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি এ.কে.এম নুরুল ফজল বুলবুল।

(ওএস/এএস/জানুয়ারি ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test