E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাফুফে সদস্য পদ থেকে আরিফ হোসেন মুনের পদত্যাগ

২০২৩ মার্চ ০৮ ১২:০৪:৩৬
বাফুফে সদস্য পদ থেকে আরিফ হোসেন মুনের পদত্যাগ

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : ২০২০ সালের ফেডারেশনের নির্বাচনে সদস্য পদে নির্বাচিত আরিফ হোসেন মুন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। ৬ মার্চ বাফুফেকে পাঠানো চিঠিতে তিনি 'ব্যাক্তিগত কারণে' দ্বায়িত্ব পালন করতে পারবেন না বলে উল্লেখ করেছেন।

নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ হোসেন মুন তাঁর নিজস্ব ফেইসবুক আইডিতে এ বিষয়ে লিখেছেন-

'আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর কার্যনির্বাহী কমিটি হতে পদত্যাগ করলাম। ফুটবল ফেডারেশনের নির্বাচনে সম্মানিত কাউন্সিলর বৃন্দ পরপর তিনবার তাদের মূল্যবান ভোট দিয়ে আমার প্রতি যে আস্থা বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়েছেন সেই ঋণ আমি কখনো শোধ করতে পারব না। ফুটবল ফেডারেশনের নির্বাচনে প্রচুর টাকা খরচ করতে হয়, সেটি কারো অজানা নয়। কিন্তু আমি গর্বিত এই কারণে যে, কোন নির্বাচনে মনোনয়নপত্রটিও আমার নিজের টাকায় কিনতে হয়নি। ফুটবলের উন্নয়নের স্বার্থে সম্মানিত কাউন্সিলরবৃন্দ আমার প্রতি যে আস্থা এবং বিশ্বাস দেখিয়েছিলেন, সেটি আমি পূরণ করতে পারিনি। এবং এই কারণেই আমার সরে যাওয়া। তবে যতদিন সুযোগ থাকবে, আমার প্রিয় নীলফামারী জেলার ফুটবল উন্নয়নে কাজ করে যাব।'

(ওআরকে/এএস/মার্চ ০৮, ২০২৩)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test