E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

এশিয়া কাপে স্বর্ণের লড়াইয়ে দিয়া-রুবেল

২০২৩ মার্চ ১৭ ১৬:৫৯:৫৬
এশিয়া কাপে স্বর্ণের লড়াইয়ে দিয়া-রুবেল

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং আরচারি টুর্নামেন্ট স্টেজ-১ এর ফাইনালে উঠে পদক নিশ্চিত করেছে বাংলাদেশ। চাইনিজ তাইপেতে বৃহস্পতিবার শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ ফাইনালে উঠেছে রিকার্ভ মিশ্র দলগত বিভাগে।

দেশসেরা নারী আরচার দিয়া সিদ্দিকী ও হাকিম আহমেদ রুবেল জুটি সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৫-১ সেট পয়েন্টে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে।

এর আগে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ৬-২ সেট পয়েন্টে পরাজিত করে মালয়েশিয়াকে। বাংলাদেশ ১৯ মার্চ ফাইনালে কাজাখস্তানের মুখোমুখি হবে।

এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশের ৯ সদস্যের দল। ১০ ইভেন্টের মধ্যে বাংলাদেশ অংশ নিচ্ছে ৭ টিতে। সেগুলো হচ্ছে- রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ মহিলা একক, রিকার্ভ পুরুষ দলগত, রিকার্ভ মিশ্র দলগত, কম্পাউন্ড পুরুষ একক, কম্পাউন্ড মহিলা একক এবং কম্পাউন্ড মিশ্র দলগত।

বাংলাদেশ দল

মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল (রিকার্ভ পুরুষ), মো. সাগর ইসলাম (রিকার্ভ পুরুষ), রাম কৃষ্ণ সাহা (রিকার্ভ পুরুষ), দিয়া সিদ্দিকী (রিকার্ভ মহিলা), মোহাম্মদ আশিকুজ্জামান (কম্পাউন্ড পুরুষ), শ্যামলী রায় (কম্পাউন্ড মহিলা)।

মো. আয়নাল হক স্বপন: টিম ম্যানেজার, মার্টিন ফ্রেডরিক: প্রধান প্রশিক্ষক, মোহাম্মদ হাসান: প্রশিক্ষক।

(ওএস/এসপি/মার্চ ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test