E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মেসি কি পিএসজি ছাড়বেন? যা বললেন তার ঘনিষ্ঠ বন্ধু

২০২৩ মার্চ ২৬ ১৫:৪৯:২৬
মেসি কি পিএসজি ছাড়বেন? যা বললেন তার ঘনিষ্ঠ বন্ধু

স্পোর্টস ডেস্ক : পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র মাস তিনেক বাকি। বিশ্বকাপের পরপরই হয় এসপার, নয় ওসপার করে ফেলার কথা লিওনেল মেসির। অর্থ্যাৎ, পিএসজিতে থাকবেন কী থাকবেন না- তা নিয়ে একটা সিদ্ধান্ত জানিয়ে দেয়ার কথা। কিন্তু এখনও পর্যন্ত কিছুই জানালেন না। পিএসজিও রয়েছেন দ্যোদুল্যমান অবস্থায় যে- মেসি থাকবেন কি থাকবেন না তা নিয়ে।

তবে মেসির ঘনিষ্ঠ বন্ধু সার্জিও আগুয়েরো জানিয়ে দিয়েছেন, মেসি নিজেও দোটানায় রয়েছেন। একদিকে পুরনো ক্লাবের (বার্সেলোনা) আহ্বান। অন্যদিকে পারিশ্রমিকের বিশাল অঙ্ক। লিওনেল মেসি কিছুটা দ্বিধায় পড়েই গেছেন।

ক্লাব এবং জাতীয় দলে মেসির সাবেক সতীর্থ আগুয়েরো বললেন, ‘প্যারিস সেন্ট জার্মেইয়ের সঙ্গে চুক্তি শেষ হলে আবার বার্সেলোনায় ফিরতে পারেন মেসি।’

আর্জেন্টিনার অধিনায়ক নাকি পুরনো তিক্ততা ভুলে বার্সেলোনার দিকে ৫০ শতাংশ পা বাড়িয়ে রয়েছেন। সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার বলেছেন, ‘মেসির বার্সায় ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যাপারটা এখন ফিফটি ফিফটি।’

মেসির কাছে বার্সেলোনা ছাড়াও একাধিক ক্লাবের প্রস্তাব রয়েছে। সে তালিকায় আছে আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি, সৌদি আরবের আল ইত্তিহাদ। ইন্টার মায়ামির অন্যতম মালিক ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকব্যাম। তিনি গত কয়েক মাস ধরে মেসির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।

অন্য দিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসেরের প্রধান প্রতিপক্ষ আল ইত্তিহাদও মেসিকে দলে পেতে চাইছে। আবার পিএসজিও তাকে ধরে রাখতে চায়। মেসি নিজে যদিও ক্লাব পরিবর্তন নিয়ে কোনও মন্তব্য করেননি এখনও।

মেসির দলবদল নিয়ে একটি সাক্ষাৎকারে আগুয়েরো বলেছেন, ‘আমার মনে হয় মেসি বার্সেলোনায় খেলেই অবসর নেবে। বার্সা ওর কাছে বাড়ির মতো। ওখানে খেলে অবসর নিলেই সব থেকে ভাল হবে ওর জন্য। আমার মতে ৫০ শতাংশ হলেও মেসির বার্সেলোনায় ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’

আরও একটি সম্ভাবনার কথাও জানিয়েছেন আগুয়েরো। তিনি বলেছেন, ‘মেসি নিউওয়েলস ওল্ড বয়েজে ফিরে গেলেও অবাক হব না। কারণ একটা সময় গুরুত্ব দিয়ে নিউওয়েলসে ফেরার কথা ভাবছিল মেসি। কারণ ওটাই ওর প্রথম ক্লাব। দেশের মাটিতে খেলে অবসর নেওয়ার ইচ্ছার কথা বলেছিল সে।’

মেসি আগামী দিনে কোথায় খেলবেন, তা নিয়ে নানা জল্পনা চললেও আর্জেন্টিনার অধিনায়ক নিজে কিছু জানাননি এখনও। যদিও স্পেনের সংবাদমাধ্যমের দাবি, শর্তসাপেক্ষে কম পারিশ্রমিকে মেসি বার্সেলোনায় ফিরতে রাজি। সে ক্ষেত্রে তার সংবর্ধনা অনুষ্ঠান থেকে লাভের একটা বড় অংশ দিতে হবে তাকে। মেসি অবশ্য একবার মেজর লিগ সকারে খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেনও।

এখন দেখার বিষয়, আসলে মেসির আগামী ঠিকানা হয় কোথায়? স্পেন, সৌদি আরব, যুক্তরাষ্ট্র? নাকি ফ্রান্সেই থেকে যাবেন তিনি?

(ওএস/এসপি/মার্চ ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test