E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

তৃতীয় দিন শেষে চালকের ভূমিকায় পাকিস্তান

২০১৪ নভেম্বর ১১ ১৯:৫৩:২২
তৃতীয় দিন শেষে চালকের ভূমিকায় পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, ঢাকা : সফরকারী দল নিউজিল্যান্ড আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে ৫৬৬ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৬২ রানেই গুটিয়ে গিয়েছে।

৩০৪ রানে এগিয়ে থাকা পাকিস্তান নিজেদের দ্বিতীয় ইনিংসেr ব্যাটিং করছে। দলীয় ১৫ রানে শেষ হয়েছে তৃতীয় দিনের খেলা। উইকেটে রয়েছেন আজহার আলী এবং মোহাম্মদ হাফিজ।

আবুধাবিতে নয় নভেম্বর থেকে শুরু হওয়া প্রথম টেস্টে পাকিস্তানের করা ৫৬৬ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৬২ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। পাকিস্তানের বোলার রাহাত আলী এবং জুলফিকার বাবরের তোপে সুবিধা করতে পারেনি কোন কিউই ব্যাটসম্যান। টম লাথেমের ১০৩ রানের ইনিংস ছাড়া দলে নেই আর কোন বড় ইনিংস। তবে দলের পক্ষে কোরি এন্ডারসন দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান এবং ওয়েল্টিং তৃতীয় সর্বোচ্চ ৪২ রান করেন। অন্যদিকে পাকিস্তানের পক্ষে রাহাত আলী সর্বোচ্চ চারটি এবং জুলফিকার বাবর তিনটি উইকেট নেন।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে তিন উইকেট হারিয়ে ৫৬৬ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিক পাকিস্তান। দলের পক্ষে আহমেদ শেহজাদ সর্বোচ্চ ১৭৬ রান করেন। এছাড়া অধিনায়ক মিসবাহ-উল-হক ১০২ এবং ইউনিস খান ১০০ রান করেন।

(ওএস/পি/অক্টোবর ১১, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test