E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

অনিশ্চয়তায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণ!

২০২৪ জুলাই ১৩ ১৭:২৪:০৭
অনিশ্চয়তায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণ!

স্পোর্টস ডেস্ক : ভারত পাকিস্তানের ২২ গজের লড়াই মানেই বাড়তি উন্মাদনা। যাকে কেন্দ্র করে ক্রিকেট বিশ্ব বিভক্ত হয় দুই ভাগে। তবে দেশ দুটির রাজনৈতিক জটিলতায় চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই দেখাও এখন সৌভাগ্যের ব্যাপার।

নিরাপত্তার অজুহাত টেনে ২০১৩ সালের পর দল দুটির কোনো দ্বিপাক্ষিক সিরিজ আর মাঠে গড়ায়নি। একই অজুহাতে প্রায় দেড় দশক পাকিস্তান সফর স্থগিত রেখেছে ভারত।

ফলে আইসিসির বা এসিসির টুর্নামেন্ট ছাড়া চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ের দেখা মেলে না। সামনেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে পাকিস্তান আয়োজক বলেই একটা শঙ্কা ছিল। এবার সেটাই সত্য হওয়ার পথে।

ভারতীয় গণমাধ্যমের মতে, পাকিস্তান সফর করবে না ভারত। তাদের চাওয়া নিরপেক্ষ ভেন্যু। অবশ্য রাস্তাটাও দেখিয়েছে খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

গত বছর পাকিস্তান ছিল এশিয়া কাপের আয়োজক। সে সময় ভারতকে হাইব্রিড মডেলের রাস্তাটা দেখিয়েছিল বোর্ডটি। কিন্তু এ জন্য বাড়তি খরচে লোকসানের মুখ দেখেছিল পিসিবি।

তাই সেই পথে আর হাটতে রাজি নয় বোর্ডটি। প্রয়োজনে ভারতকে ছাড়াই টুর্নামেন্ট আয়োজন করার চিন্তা করছে তারা। আর সেটাই এখন ভারতের শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে।

(ওএস/এসপি/জুলাই ১৩, ২০২৪)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test