E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শামিকে প্রাণনাশের হুমকি, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি

২০২৫ মে ০৬ ১৪:৪৬:০৬
শামিকে প্রাণনাশের হুমকি, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি

স্পোর্টস ডেস্ক : ভারতের জাতীয় দলের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি চরম এক আতঙ্কের মুখোমুখি। আইপিএল ২০২৫-এর ব্যস্ত সূচির মাঝেই একটি ই-মেইলের মাধ্যমে প্রাণনাশের হুমকি পেয়েছেন তিনি।

শুধু তাই নয়, হুমকিদাতা শামির কাছ থেকে এক কোটি টাকা মুক্তিপণও দাবি করেছে বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (৪ মে) পাঠানো সেই ই-মেইলটি পায় শামির পরিবার। এরপর বিষয়টি গুরুত্ব দিয়ে আমরোহা জেলার পুলিশ সুপারের কাছে জানানো হয়। পুলিশ সুপারের নির্দেশে শামির ভাই হাসিব আমরোহা জেলার সাইবার ক্রাইম থানায় সোমবার (৫ মে) একটি এফআইআর দায়ের করেন।

এফআইআরে হুমকিদাতার নাম উল্লেখ করা হয়েছে ‘রাজপুত সিন্দার’ হিসেবে। তিনি ই-মেইলের মাধ্যমে হুমকি দিয়ে বলেন, এক কোটি টাকা না দিলে শামির প্রাণনাশ ঘটানো হবে।

এফআইআরটি ভারতীয় দণ্ডবিধি ২০২৩-এর ধারা ৩০৮(৪), এবং তথ্যপ্রযুক্তি (সংশোধন) আইন, ২০০৮-এর ধারা ৬৬ডি ও ৬৬ই এর অধীনে রুজু করা হয়েছে। পুলিশ জানায়, ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং হুমকিদাতার পরিচয় শনাক্ত করতে সাইবার বিশেষজ্ঞরা কাজ করছেন।

ক্রিকেট মাঠে শামি
আইপিএল ২০২৫-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন মোহাম্মদ শামি। এখন পর্যন্ত ৯টি ম্যাচ খেলে মাত্র ৬টি উইকেট নিতে পেরেছেন, গড় ৫৬.১৭—যা তার নামের পাশে তুলনামূলকভাবে দুর্বল পারফরম্যান্স। তার দলও প্লে অফের লড়াই থেকে ছিটকে গেছে।

তবে মাসখানেক আগেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত ফর্মে ছিলেন শামি। বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেটসহ পুরো টুর্নামেন্টে ৫ ম্যাচে ৯টি উইকেট নিয়ে দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

হুমকির ঘটনা কি কাকতালীয়?
এই ঘটনার সঙ্গে আরেকটি ভয়াবহ ঘটনা বেশ মিল খুঁজে পাচ্ছে সাধারণ মানুষ। গত মাসেই ভারতের জাতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরও ই-মেইলের মাধ্যমে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন। গম্ভীরের নিরাপত্তা বর্তমানে দিল্লি পুলিশের আওতায় রয়েছে।

পাহালগামে সাম্প্রতিক এক জঙ্গি হামলার পর গম্ভীরকে লক্ষ্য করে যে হুমকি আসে, তার সঙ্গে শামির ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, তা নিয়েও তদন্তকারীরা ভাবছেন।

(ওএস/এএস/মে ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test