E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আইপিএলে মেয়েদের নাচ-গান বন্ধ রাখতে বললেন গাভাস্কার

২০২৫ মে ১৪ ১৩:৩৩:০৮
আইপিএলে মেয়েদের নাচ-গান বন্ধ রাখতে বললেন গাভাস্কার

স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান সীমান্ত সংঘাতের কারণে এক সপ্তাহের জন্য স্থগিত থাকা আইপিএল ফের শুরু হচ্ছে আগামী ১৭ মে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মধ্যকার ম্যাচ দিয়ে পুনরায় শুরু হবে আইপিএলের ১৮তম সংস্করণের বাকি অংশের খেলা। ম্যাচটি হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে।

আইপিএলে আরও ১৬টি ম্যাচ বাকি। এসব ম্যাচে উচ্চ শব্দে গান বা মেয়েদের নাচ এড়িয়ে চলার জন্য আইপিএল কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার। দেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং সংঘর্ষে প্রাণ হারানো ব্যক্তিদের প্রিয়জনদের প্রতি সম্মান দেখাতেই এমন পরামর্শ তার।

‘স্পোর্টস টুডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, ‘আমি যা দেখতে চাই তা হলো... আমরা প্রায় ৬০টি ম্যাচ ইতিমধ্যেই দেখে ফেলেছি। এখন শেষের দিকের ১৫ বা ১৬টি ম্যাচ বাকি। আমি আন্তরিকভাবে আশা করি, যা ঘটেছে এবং যেসব পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছে, তাদের সম্মানে যেন কোনো গান না বাজে। ওভারের মাঝখানে যেন ডিজে চিৎকার না করে।’

তিনি আরও বলেন, ‘এসব কিছু বাদ দিন। খেলা হোক। দর্শকরা আসুক। বাকি টুর্নামেন্টটা যেন নিঃশব্দভাবে সম্পন্ন হয়। কোনো মেয়েদের নাচ নয়, কিছু না। কেবল খেলা হোক — এটিই হবে সেই পরিবারগুলোর প্রতি শ্রদ্ধা জানানো যারা তাদের আপনজন হারিয়েছে।’

১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি বিসিসিআইয়ের টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্তকেও সমর্থন জানিয়েছেন। কারণ সেই সময়ের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে খেলাধুলার কোনো স্থান ছিল না বলে তিনি মনে করেন।

গাভাস্কার বলেন, ‘স্থগিত করার সিদ্ধান্তটি হঠাৎ এসেছিল, কিন্তু পুরোপুরি সঠিক ছিল। কারণ সেই সময়ে যে পরিস্থিতি ছিল, সেখানে খেলাধুলার কোনো জায়গা ছিল না। তবে এখন যুদ্ধবিরতি হয়েছে, তাই আমি মনে করি টুর্নামেন্ট আবার শুরু হবে।’

(ওএস/এএস/মে ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

০১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test