E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘দেশেও যোগ্য কোচ আছে’

২০২৫ মে ১৪ ১৩:৩৭:৩৭
‘দেশেও যোগ্য কোচ আছে’

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে নিয়োগের ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, জাতীয় দলকে কোচিং করাতে বিদেশিদের প্রয়োজন নেই।

গত সোমবার আনুষ্ঠানিকভাবে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেন আনচেলত্তি। ১৯৬৫ সালের পর সেলেসাওদের প্রথম বিদেশি কোচ তিনি। আগামী বছর বিশ্বকাপ জয়ের লক্ষ্যে দলকে প্রস্তুত করবেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড।

আনচেলত্তিকে নিয়োগ দিতে কম লড়াই করতে হয়নি ব্রাজিল ফুটবল ফেডারেশনকে। অবশেষে যখন রিয়ালের এই কোচকে পেয়ে গেল ব্রাজিল, তখনই রহস্যজনক মন্তব্য করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা।

চীনে সাংবাদিকদের লুলা বলেন, সত্যি বলতে, আমি বিদেশি হওয়া নিয়ে কিছু বলছি না... তবে আমি মনে করি, আমাদের দেশে এমন কোচ রয়েছেন, যারা সেলেসাওদের পরিচালনা করার যোগ্য।

লুলার করা মন্তব্যের একটি ভিডিও ব্রাজিলিয়ান মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যা নিয়ে আলোচনা শুরু হয়েছে লাতিন আমেরিকার দেশটিতে। আনচেলত্তির নিয়োগ অপছন্দ নাকি দেশীয় কোচদের সক্ষমতা বোঝাতে এমনটি বলেছেন লুলা, তা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন।

ফুটবলের একজন আগ্রহী অনুসারী হিসেবে লুলা অতীতেও আনচেলত্তিকে নিয়োগ দেওয়ার সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন, যা কয়েক বছর ধরেই আলোচনায় ছিল।

২০২৩ সালে লুলা বলেছিলেন, ‘তিনি (আনচেলত্তি) কখনোই ইতালির জাতীয় দলের কোচ ছিলেন না.. কেন ইতালির সমস্যাগুলো সমাধান করেন না, যে দল ২০২২ বিশ্বকাপেই কোয়ালিফাই করতে পারেনি?’

তবে মঙ্গলবার লুলা আনচেলত্তিকে ‘চমৎকার টেকনিশিয়ান’ হিসেবে বর্ণনা করেন লুলা। বলেন, ‘আমি আশা করি তিনি ব্রাজিল দলকে সাহায্য করতে পারবেন—প্রথমে বিশ্বকাপে কোয়ালিফাই করতে এবং তারপর সম্ভব হলে জয়ী হতে।’

২০২৬ সালের বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকা আঞ্চলিক লড়াইয়ে ব্রাজিল চতুর্থ স্থানে রয়েছে। ১৪ ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সংগ্রহ ২১ পয়েন্ট। যা ইকুয়েডর, উরুগুয়ে এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার চেয়ে কম।

উল্লেখ্য, লাতিন আমেরিকার শীর্ষ ৬ দল ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে।

(ওএস/এএস/মে ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test