E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মোস্তাফিজের আইপিএল খেলা নিয়ে ধোঁয়াশা

২০২৫ মে ১৫ ১২:২২:৫৮
মোস্তাফিজের আইপিএল খেলা নিয়ে ধোঁয়াশা

স্পোর্টস ডেস্ক : মোস্তাফিজুর রহমানের চলতি আইপিএল মৌসুমে অংশ নেওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যদিও দিল্লি ক্যাপিটালস তাকে জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের জায়গায় দলে নিয়েছে, কিন্তু তিনি বুধবার (১৪ মে) রওনা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে, বাংলাদেশ দলের হয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে।

এই পরিস্থিতি ঘিরে বিসিবির মধ্যে চলছে জটিল হিসাব-নিকাশ। ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার কারণে আইপিএল ও পিএসএল সাময়িকভাবে স্থগিত হয়েছিল। এ প্রেক্ষাপটে বাংলাদেশের বোর্ড চাইছে একদিকে যথাযথ সিদ্ধান্ত নিতে, অন্যদিকে প্রতিবেশী বোর্ডগুলোর (বিসিসিআই ও পিসিবি) সঙ্গে সম্পর্কও রক্ষা করতে।

এক পেসারের ছাড়পত্র মানেই তিন পেসারের দাবি?
বিসিবির সংশয় কেবল মোস্তাফিজকে নিয়েই নয়। বাংলাদেশ দলের সংযুক্ত আরব আমিরাত সফরের দলে তার সঙ্গে আছেন আরও দুই তরুণ পেসার—রিশাদ হোসেন ও নাহিদ রানা, যারা কিছুদিন আগেই পিএসএলে অংশ নিয়েছিলেন। মোস্তাফিজকে আইপিএলের ছাড়পত্র দিলে বাকিরাও একই দাবি তুলতে পারেন, যা বোর্ডের জন্য নৈতিক ও কূটনৈতিকভাবে জটিল পরিস্থিতি তৈরি করতে পারে।

ণাম প্রকাশে অনিচ্ছুক একজন বিসিবি পরিচালক ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বলেন, “আমরা বলছি না, মোস্তাফিজকে আইপিএলে খেলতে দেব না। তবে জাতীয় দলের দায়িত্ব আগে। আর ওকে ছাড়লে অন্য দুইজন খেলোয়াড়ও প্রশ্ন তুলতে পারে—তাদের কেন ছাড়ছি না?”

তিনি আরও বলেন, “আমরা এমন কোনও সিদ্ধান্ত নিতে চাই না যাতে অন্য কোনও বোর্ড আমাদের দিকে আঙুল তোলে। ”

কখন পাওয়া যেতে পারে ছাড়পত্র?
বিসিবির সূত্র বলছে, আমিরাত সিরিজ শেষ হলে মোস্তাফিজকে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার অনুমতি দেওয়া হতে পারে। এমনকি প্রথম ম্যাচ শেষেই (১৬ মে) তাকে ছেড়ে দেওয়ার কথাও বিবেচনায় আছে, যাতে ১৮ মে দিল্লির হয়ে গুজরাট টাইটানসের বিপক্ষে মাঠে নামতে পারেন তিনি।

এই হিসাবে মোস্তাফিজ অন্তত তিনটি গ্রুপ পর্বের ম্যাচ খেলতে পারবেন—গুজরাট, মুম্বাই ও পাঞ্জাবের বিপক্ষে। দিল্লি যদি প্লে-অফে ওঠে, তাহলে তার খেলার সুযোগ আরও বাড়বে। তবে প্লে-অফে না উঠলে তিনি ২৪ মে দেশে ফিরে ২৭ মে থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সিরিজে যোগ দেবেন।

দিল্লির বোলিং আক্রমণে বাড়তি শক্তি
দিল্লি ক্যাপিটালসে মোস্তাফিজ তৃতীয় বাঁহাতি পেসার হিসেবে থাকবেন, যেখানে আছেন মিচেল স্টার্ক ও টি নাটরাজন। দিল্লি এখন পর্যন্ত ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে, এক পয়েন্ট পেছনে চতুর্থ স্থানে থাকা মুম্বাই ইন্ডিয়ান্সের, যারা এক ম্যাচ বেশি খেলেছে। বাকি তিনটি ম্যাচই টুর্নামেন্টের ‘টপ ফোর’-এ ওঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ।

পাকিস্তান সফর নিয়েও দ্বিধায় বিসিবি
অন্যদিকে, বিসিবি এখনো সরকারের কাছ থেকে পাকিস্তান সফর নিয়ে চূড়ান্ত নির্দেশনার অপেক্ষায় আছে। পিএসএলের নতুন সূচির কারণে বিসিবির পূর্ব পরিকল্পনা ব্যাহত হয়েছে। যদিও সরকার থেকে অনুমোদন এলেও, দলের অনেকে নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফরে যেতে আগ্রহী নন। সেক্ষেত্রে সিরিজ আয়োজনও চ্যালেঞ্জিং হয়ে উঠবে।

(ওএস/এএস/মে ১৫, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test