E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মোস্তাফিজকে দলে টেনে ভারতীয়দের বিতর্কের মুখে দিল্লি

২০২৫ মে ১৬ ১৩:৪৪:১৩
মোস্তাফিজকে দলে টেনে ভারতীয়দের বিতর্কের মুখে দিল্লি

স্পোর্টস ডেস্ক : চমক দেখিয়ে শেষদিকে এসে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস। এরইমধ্যে স্রেফ তিনটি ম্যাচের জন্য ৬ কোটি রুপিতে তাকে দলে ভেড়ানোয় শুরু হয়েছে সমালোচনার ঝড়।

আইপিএলের প্লে-অফের দৌড়ে টিকে থাকতে দিল্লি এই সিদ্ধান্ত নিলেও, ভারতীয় সমর্থকদের একাংশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

ভারত-পাকিস্তান সংঘাতের জেরে এক সপ্তাহ বন্ধ থাকার পর আগামীকাল (১৭ মে) আবার শুরু হচ্ছে আইপিএল। তবে বিরতির এই সময়ের মধ্যে বেশ কিছু বিদেশি ক্রিকেটার আর ভারতে ফিরতে আগ্রহ দেখাননি। ফলে বিকল্প ব্যবস্থা হিসেবে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ফ্র্যাঞ্চাইজিগুলোকে অস্থায়ী বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দিয়েছে।

এই সুযোগেই দিল্লি ক্যাপিটালস নিজেদের স্কোয়াডে যুক্ত করেছে মোস্তাফিজকে। অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ভারতে না ফেরায় তার পরিবর্তেই মোস্তাফিজকে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু এই সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি অনেক ভারতীয় ভক্ত। কেউ কেউ দিল্লির ম্যাচ বয়কটের আহ্বানও জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

এতটাই তীব্র প্রতিক্রিয়া এসেছে যে, অনেকে বিসিসিআই’র দিকেও প্রশ্ন তুলেছেন। এমনকি বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএল থেকে নিষিদ্ধ করার দাবিও উঠেছে কিছু অংশের সমর্থকদের কাছ থেকে। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের কারণে বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি এই বিরূপ মনোভাব তৈরি হয়েছে।

প্রসঙ্গত, গেল আগস্ট থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক অনেকটাই ঠান্ডা। আগস্টে রোহিত শর্মাদের বাংলাদেশ সফর হওয়ার কথা থাকলেও সেটি এখন অনিশ্চয়তায়। এর প্রভাব পড়ছে ক্রিকেটেও।

এদিকে মোস্তাফিজ এখনও নিশ্চিত নন দিল্লির হয়ে মাঠে নামতে পারবেন কি না। আইপিএলে খেলার জন্য তিনি ইতোমধ্যে বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র (NOC) চেয়েছেন। বিসিবির ক্রিকেট অপারেশন বিভাগের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। অনুমতি পেলে তিনি আরব আমিরাত থেকে সরাসরি আইপিএলে যোগ দিতে পারেন।

(ওএস/এএস/মে ১৬,২০২৫)

পাঠকের মতামত:

০১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test