E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা পাকিস্তানের

২০২৫ মে ২১ ১৩:১৩:২০
বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। সালমান আলি আগার অধিনায়কত্বে টাইগারদের বিপক্ষে এ সিরিজ খেলবে দলটি।

তিনটি ম্যাচই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। শিগগিরই সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে।

বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে পাকিস্তান স্কোয়াডে রাখা হয়নি তিন তারকা ক্রিকেটার বাবর আজম, শাহিন আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ানকে।

দলে জায়গা পেয়েছেন এক বছরে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়া সাহিবজাদা ফারহান। ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করা সাইম আইয়ুব এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন।

চলমান পিএসএলের পারফরম্যান্সের ভিত্তিতে ক্রিকেটার নির্বাচিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ২৫ মে ফাইনালের মাধ্যমে শেষ হবে পিএসএলের ১০তম আসর। এরপরই শুরু হবে বাংলাদেশের বিপক্ষে সিরিজটি।

বাংলাদেশের বিপক্ষে এই সিরিজটি পাকিস্তানের নতুন হেড কোচ মাইক হেসনের প্রথম অ্যাসাইনমেন্ট।

ভবিষ্যৎ সফর পরিকল্পনার (এফটিপি) আওতায় শুরুতে এই সফরে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। তবে দুই দেশের ক্রিকেট বোর্ড সম্মত হয়, ২০২৬ বিশ্বকাপের ভালো প্রস্তুতি নিতে ওয়ানডের পরিবর্তে শুধু পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও পাকিস্তান।

পিসিবি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (পিসিবি) সম্মতিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচিও চূড়ান্ত হয়েছিল। আগামী ২৫ মে শুরু হয়ে ৩ জুন এই সিরিজ শেষ হওয়ার কথা ছিল।

কিন্তু ভারতের সঙ্গে পাকিস্তানের সামরিক উত্তেজনা শুরু হলে এই সিরিজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। পিছিয়ে যায় পিএসএল। যে কারণে বাধ্য হয়েই সিরিজও পিছিয়ে দেওয়া হয়। নতুন সূচি ঘোষণা না হলেও ২৫ মে থেকে যে এই সিরিজ শুরু হবে না, তা নিশ্চিত।

এছাড়া প্রাথমিকভাবে এই সিরিজ দুটি ভেন্যুতে (ফয়সালাবাদ ও লাহোর) হওয়ার কথা থাকলেও নিরাপত্তার কারণে নতুন সিদ্ধান্ত অনুসারে তিনটি ম্যাচই হবে লাহোরে।

সালমান আলি আগা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নবাজ, হুসাইন তালত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক) এবং সাইম আয়ুব।

(ওএস/এএস/মে ২১, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test