E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চ্যাম্পিয়ন মোহামেডানকে সংবর্ধনা দেবে ‘মহাপাগল’

২০২৫ মে ২১ ১৪:০০:৩০
চ্যাম্পিয়ন মোহামেডানকে সংবর্ধনা দেবে ‘মহাপাগল’

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ১৮ বছর অপেক্ষার পর অবশেষে পেশাদার ফুটবল বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। সাদা-কালোদের এই সাফল্যে উচ্ছ্বসিত হয়ে চ্যাম্পিয়ন খেলোয়াড়, কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটির ব্যতিক্রমধর্মী সমর্থক গোষ্ঠী ‘মহাপাগল’।

আগামী শনিবার রাজধানীর একটি হোটেলে চ্যাম্পিয়নদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান হবে।

অনুষ্ঠানে প্রত্যেক খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের ফুল ও উপহার সামগ্রী প্রদান করবে ১৯৮০ সাল থেকে গড়ে উঠা ‘মোহামেডানের জন্য পাগল’ এই সমর্থক দলটি।

বিশেষ পুরস্কার পাবেন তিনজন। মহাপাগলের সদস্যরা ভোটের মাধ্যমে তিন ক্যাটাগরিতে বিশেষ পুরস্কারের জন্য মনোনীত করেছেন গোলরক্ষক সুজন, উদীয়মান খেলোয়াড় শাকিল আহাদ তপু এবং বিদেশিদের মধ্যে উজবেকিস্তানের মোজাফফরভকে।

ব্যতিক্রমধর্মী এই সংগঠনটি প্রিমিয়ার লিগ শুরুর আগে দলের সব সদস্যকে টি-শার্ট প্রদান করেছিল। চ্যাম্পিয়নশিপ উদযাপনের জন্য সোনালী রংয়ের চ্যাম্পিয়ন লেখা টি-শার্টও তৈরি করেছে তারা।

(ওএস/এএস/মে ২১, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test