E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘শেষ হয়ে গেছে বলে কেঁদো না’

২০২৫ মে ২৫ ১৩:২৩:২৭
‘শেষ হয়ে গেছে বলে কেঁদো না’

স্পোর্টস ডেস্ক : লা লিগায় এক যুগের এক অবিস্মরণীয় অধ্যায়ের ইতি টানলেন লুকা মদ্রিচ। রিয়াল মাদ্রিদের জার্সিতে নিজের শেষ লিগ ম্যাচ খেলে সান্তিয়াগো বার্নব্যুর সবুজ গালিচা ছেড়ে বিদায় নিলেন এই ক্রোয়াট মহাতারকা।

বিদায়ের শেষ মুহূর্তে দাঁড়িয়ে থাকা গ্যালারি আর সতীর্থদের অশ্রুসিক্ত শুভেচ্ছায় আবেগে ভেসে গেলেন তিনি।

ম্যাচের পর আবেগভরা ভাষণে মদ্রিচ বললেন, “যে মুহূর্তটি কখনও আসুক চাইনি, সেটাই আজ এসেছে। এটি ছিল দীর্ঘ এক পথ, কিন্তু অসাধারণ এক যাত্রা। এই ক্লাব, এর মানুষ, সতীর্থ, কোচ সবাইকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই।

আমি একটি বাক্য খুঁজে পেয়েছিলাম, যা আজ সবচেয়ে উপযুক্ত মনে হচ্ছে: ‘শেষ হয়ে গেছে বলে কেঁদো না, হয়েছিল বলে হাসো। ’

২০১২ সালে টটেনহ্যাম হটস্পার থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন মদ্রিচ। এরপর থেকে একের পর এক ইতিহাস গড়ে হয়ে উঠেছেন ক্লাবের সবচেয়ে সফল ফুটবলার। ৫৯১ ম্যাচে ৪৩ গোল ও ৯৫ অ্যাসিস্টের পাশাপাশি ক্লাবকে এনে দিয়েছেন রেকর্ড ২৮টি শিরোপা, যার মধ্যে আছে ছয়টি চ্যাম্পিয়নস লিগ শিরোপা।

২০১৮ সালে ব্যালন ডি’অর জয়ের মাধ্যমে তিনি ভেঙেছিলেন মেসি-রোনালদো যুগের একচ্ছত্র আধিপত্য। আজ, ৩৯ বছর বয়সে, মাদ্রিদের গর্ব হয়ে বিদায় নিলেন তিনি।

একই রাতে আরও এক কিংবদন্তির বিদায়ের দিন ছিল, কোচ কার্লো আনচেলত্তিরও।

রিয়ালের ইতিহাসের সবচেয়ে সফল কোচ হিসেবেই এই ক্লাব ছাড়ছেন ৬৫ বছর বয়সী ইতালিয়ান, যিনি দুই মেয়াদে ১৫টি ট্রফি এনে দিয়েছেন ক্লাবকে।

আনচেলত্তির বিদায়ের ভাষণ ছিল একই রকম আবেগঘন, “আমি কাঁদছি, কিন্তু এ কান্না তৃপ্তির। এই ক্লাবকে প্রতিনিধিত্ব করা, এই ইতিহাসের অংশ হওয়া—এ এক পরম গর্ব। রিয়াল শুধু একটা ক্লাব নয়, আমার দ্বিতীয় পরিবার হয়ে উঠেছিল। ”

চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, ক্লাব বিশ্বকাপ থেকে শুরু করে উয়েফা সুপার কাপ—সবই রয়েছে আনচেলত্তির ঝুলিতে। তবে তার সবচেয়ে বড় অর্জন সম্ভবত মাঠ ও ড্রেসিংরুমে তৈরি করা ভালোবাসার সম্পর্ক, যা বিদায়ের মুহূর্তে চোখেমুখে স্পষ্ট ফুটে উঠেছিল।

আনচেলত্তির স্থলাভিষিক্ত হতে পারেন বায়ার লেভারকুসেনকে অপরাজিত চ্যাম্পিয়ন বানানো রিয়ালের সাবেক মিডফিল্ডার জাবি আলোনসো।

মদ্রিচ ও আনচেলত্তির বিদায়ে বার্নাব্যুর রাতটা হয়ে উঠেছিল এক বর্ণাঢ্য উপসংহার—যেখানে ফুটবল ছিল, ভালোবাসা ছিল, এবং ছিল এক অনন্ত কৃতজ্ঞতা।
(ওএস/এএস/মে ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test