E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সর্বোচ্চ ছক্কা হজমে রশিদের অনাকাঙ্ক্ষিত রেকর্ড

২০২৫ মে ২৬ ১৪:১৬:০৪
সর্বোচ্চ ছক্কা হজমে রশিদের অনাকাঙ্ক্ষিত রেকর্ড

স্পোর্টস ডেস্ক : একসময় আইপিএলে রশিদ খান এক আতঙ্কের নামই ছিল। কিন্তু পাল্টে গেছে সেই ধারণা।

চলতি আইপিএলে নিজেকে হারিয়ে খুঁজছে আফগান এই স্পিনার। গুজরাট টাইটান্সের হয়ে নিয়মিত খেললেও তিনি হারিয়ে ফেলেছেন নিজের সেই চেনা ধার।

আজ গ্রুপপর্বের শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে নামেন রশিদ। ব্যাটারদের ওপর তেমন প্রভাব ফেলতে পারেননি। চার ওভার বোলিং করে খরচ করেন ৪২ রান। পান মাত্র একটি উইকেট। তবে দিন শেষে আলোচনায় উঠে এসেছে তার ছক্কা হজমের পরিসংখ্যান।

চেন্নাই ব্যাটার ডেভন কনওয়ে (২টি) ও বেওয়াল্ড ব্রেভিস (১টি) মিলিয়ে রশিদকে মারেন তিনটি ছক্কা। তাতে চলতি আইপিএলে তার হজম করা ছক্কার সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩১টিতে। যা এক আসরে কোনো বোলারের সবচেয়ে বেশি ছক্কা হজমের রেকর্ড। এর আগে এই রেকর্ডে ছিল মোহাম্মদ সিরাজের নাম, যিনি ২০২২ সালে ৩১টি ছক্কা হজম করেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে।

এখন পর্যন্ত গুজরাট পয়েন্ট টেবিলের শীর্ষে, অর্থাৎ তারা প্লে-অফে অন্তত দুটি ম্যাচ খেলবে। সেই হিসাবে ছক্কা হজমের রেকর্ডে রশিদের শীর্ষে যাওয়ার সম্ভাবনা প্রবল। এই রেকর্ডের দুইয়ে আছে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা (২০২২, বেঙ্গালুরু) ও যুযবেন্দ্র চাহাল (২০২৪, রাজস্থান)। দুজনেই ৩০টি করে ছক্কা হজম করেন। তৃতীয় স্থানে ২০১৮ সালে চেন্নাইয়ের হয়ে ২৯ ছক্কা হজম করা ক্যারিবীয় পেসার ডোয়াইন ব্রাভো।

চলতি আসরে রশিদ খান খেলেছেন ১৪টি ম্যাচ, উইকেট পেয়েছেন মাত্র ৯টি। ইকোনমি রেট ৯.৪৭। এই পরিসংখ্যানের দিকে তাকালে বোঝা যায়, কতটা সামর্থ্য হারিয়েছেন এই লেগ স্পিনার।

(ওএস/এএস/মে ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test