E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিশ্বকাপ বাছাইয়ে ফিরছেন মেসি, আর্জেন্টিনার স্কোয়াডে তিন চমক

২০২৫ মে ৩১ ১৫:২৩:৫১
বিশ্বকাপ বাছাইয়ে ফিরছেন মেসি, আর্জেন্টিনার স্কোয়াডে তিন চমক

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের জুনের দুই ম্যাচের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনির ঘোষণায় সবচেয়ে বড় খবর—দলে ফিরেছেন অধিনায়ক লিওনেল মেসি।

চোটের কারণে মার্চ মাসের ম্যাচগুলোতে খেলতে পারেননি মেসি। তবে এখন তিনি পুরোপুরি ফিট। যুক্তরাষ্ট্রে ইন্টার মায়ামির হয়ে গোল করে ছন্দে ফেরার পর, স্বাভাবিকভাবেই দলে ফিরেছেন তিনি।

বিশেষ ভিডিও বার্তায় স্কোয়াড ঘোষণা
বাহিয়া ব্লাঙ্কা শহরে গত মার্চে হওয়া ভয়াবহ ঝড়ের পর শহরবাসীর প্রতি একাত্মতা জানিয়ে তৈরি করা হয়েছে একটি আবেগঘন ভিডিও। সেই ভিডিওর মাধ্যমে স্কোয়াড ঘোষণা করেন স্কালোনি।

স্কোয়াডে নতুন মুখ, বাদ পড়েছেন চোটাক্রান্তরা
চমক হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন তিন তরুণ :
মারিয়ানো ত্রোইলো (বেলগ্রানো) – রক্ষণভাগের নতুন চমক
ফ্রাঙ্কো মাস্তান্তুওনো (রিভার প্লেট) – মিডফিল্ডের উদীয়মান তারকা
কেভিন লোমোনাকো (ইন্ডিপেনদিয়েন্তে) – ডিফেন্সের আরেক নতুন মুখ

এছাড়া আগেই একবার দলে ডাক পেলেও অভিষেক হয়নি এমন এনসো বারেনেচেয়া (ভালেন্সিয়া) আবার দলে ফিরেছেন।

চোটের কারণে স্কোয়াডে নেই কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়: নিকোলাস দোমিঙ্গেস (নটিংহ্যাম ফরেস্ট), আলেহান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), আলেক্সিস ম্যাক আলিস্তার (লিভারপুল), ভালেন্তিন কাস্তেইয়ানোস (লাজিও)।

আর্জেন্টিনার জুনের ম্যাচ সূচি
৫ জুন: চিলি বনাম আর্জেন্টিনা | স্থান: সান্তিয়াগো | সময়: রাত ১০টা
১০ জুন: আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | স্থান: বুয়েনস আইরেস (মনুমেন্তাল) | সময়: রাত ৯টা

আর্জেন্টিনা জাতীয় দলের স্কোয়াড
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা)
ওয়ালতের বেনিতেস (পিএসভি)
হেরোনিমো রুল্লি (ওলিম্পিক মার্সেই)

ডিফেন্ডার :
ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম)
নিকোলাস ওতামেন্দি (বেনফিকা)
নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ)
লিওনার্দো বালেরদি (ওলিম্পিক মার্সেই)
ভালেন্তিন বারকো (স্ত্রাসবুর্গ)
হুয়ান ফোয়েত (ভিয়ারিয়াল)
কেভিন লোমোনাকো (ইন্ডিপেনদিয়েন্তে)
নিকোলাস তাগলিয়াফিকো (লিওঁ)
ফাকুন্দো মেদিনা (লঁস)
মারিয়ানো ত্রোইলো (বেলগ্রানো)

মিডফিল্ডার :
লেয়ান্দ্রো পারেদেস (রোমা)
এনসো বারেনেচেয়া (ভ্যালেন্সিয়া)
এনসো ফার্নান্দেস (চেলসি)
এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন)
থিয়াগো আলমাদা (লিওঁ)
নিকো পাস (কোমো)
রদ্রিগো দে পল (আতলেতিকো মাদ্রিদ)
জিওভানি লো সেলসো (রিয়াল বেতিস)

ফরোয়ার্ড :
হুলিয়ানো সিমেওনে (আতলেতিকো মাদ্রিদ)
আনহেল কোরেয়া (আতলেতিকো মাদ্রিদ)
হুলিয়ান আলভারেস (আতলেতিকো মাদ্রিদ)
নিকোলাস গনসালেস (জুভেন্টাস)
ফ্রাঙ্কো মাস্তান্তুওনো (রিভার প্লেট)
লিওনেল মেসি (ইন্টার মায়ামি)
লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান)

(ওএস/এএস/মে ৩১, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test