E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

এবারের আইপিএল পাবে নতুন চ্যাম্পিয়ন

২০২৫ জুন ০২ ১৩:১৬:৪৫
এবারের আইপিএল পাবে নতুন চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক : গুজরাট টাইটান্সকে ইলিমিনেটরে বিদায় করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। ফাইনালে ওঠার বড় প্রতিদ্বন্দ্বী হার্দিক পান্ডিয়া এবং রোহিত শর্মাদের এই ফ্রাঞ্চাইজি; কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসের বিপক্ষে ২০৩ রানের বড় স্কোর গড়েও জিততে পারলো না মুম্বাই ইন্ডিয়ান্স।

১ ওভার হাতে রেখে ৫ উইকেটের ব্যবধানে মুম্বাইকে হারিয়ে ফাইনালে উঠে গেছে পাঞ্জাব কিংস। যেখানে আগে থেকেই অপেক্ষা করছিলো রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঞ্জাব কিংস ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে একটা বিষয় নিশ্চিত হয়ে গেছে যে, এবারের আইপিএল নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে।

কারণ, এবারের দুই ফাইনালিস্ট রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস, এর আগে কখনো চ্যাম্পিয়ন হয়নি। এই দু’দল মুখোমুখি হওয়া মানে যে কোনো একটি দল তো চ্যাম্পিয়ন হচ্ছেই এবং সেই দলটি প্রথমবারেরমত চ্যাম্পিয়নশিপের স্বাদ পাবে।

যদিও দুই দলই এর আগে ফাইনাল খেলার স্বাদ পেয়েছে। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তিনবার এবং পাঞ্জাব কিংস একবার। তবে, দুই দলেরই ফাইনাল প্রতিপক্ষ ছিল অন্য কেউ, যারা সংশ্লিষ্ট আসরগুলোতে চ্যাম্পিয়ন হয়েছে।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দুর্ভাগ্য, এর আগে তিনবার ফাইনালে উঠে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি। আইপিএল শুরুর পরের মৌসুমেই, ২০০৯ সালে প্রথবার ফাইনাল খেলেছিল বেঙ্গালুরু। সেবার তারা ৬ রানে হেরে যায় ডেকান চার্জার্সের কাছে। এরপর ২০১১ সালে আবারও ওঠে ফাইনালে। কিন্তু এবারও চ্যাম্পিয়ন হতে পারলো না। এবার ফাইনালে তারা চেন্নাই সুপার কিংসের কাছে হেরে যায় ৫৮ রানে।

তৃতীয়বার রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফাইনালে ওঠে ২০১৬ সালে। সেবার ফাইনালে তারা হেরে যায় মোস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদের কাছে, ৮ রানের ব্যবধানে। এরপর ৯ বছর বিরতি দিয়ে আবারও উঠলো ফাইনালে। চতুর্থবারের মত ফাইনালে উঠে তারা কী পারবে প্রথমবার চ্যাম্পিয়ন হতে?

পাঞ্জাব কিংস আইপিএলে যাত্রা শুরু করেছিল কিংস ইলেভেন পাঞ্জাব নামে। আইপিএলে দলটির সাফল্য শুন্য। একবার মাত্র উঠেছিল ফাইনালে। ২০১৪ সালে ফাইনালে উঠলেও শিরোপার স্বাদ পায়নি তারা। সেবার পাঞ্জাব হেরেছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সের কাছে, ৩ উইকেটের ব্যবধানে। পরিবর্তিত নামে (পাঞ্জাব কিংস) এবারই প্রথম ফাইনালে উঠলো তারা। এবার কী তারা পারবে চ্যাম্পিয়ন হতে!

তবে পাঞ্জাব কিংসের জন্য বড় অ্যাডভান্টেজ হলো তাদের অধিনায়ক। স্রেয়াশ আয়ার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অধিনায়ক। তার নেতৃত্বে গত আসরে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল। এবার উঠলেন ফাইনালে।নিশ্চয় তার অভিজ্ঞতা কাজে লাগবে পাঞ্জাব কিংসের।

(ওএস/এএস/জুন ০২, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test