E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নারী বিশ্বকাপ

মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান, জানা গেল তারিখও

২০২৫ জুন ১৬ ১৬:৩৮:৩৩
মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান, জানা গেল তারিখও

স্পোর্টস ডেস্ক : গেল বছরের ডিসেম্বরে সমঝোতার মাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সিদ্ধান্ত নিয়েছিল, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আইসিসি আয়োজিত টুর্নামেন্টে এক দেশ অন্যদেশে গিয়ে খেলবে না। অর্থাৎ হাইব্রিড মডেল অনুসরণ করে নিরপেক্ষ ভেন্যুতে খেলা হবে।

কিন্তু গেল মে মাসে যুদ্ধে জড়িয়ে পরিস্থিতি আরও জটিল করে ফেলে ভারত-পাকিস্তান। আকাশপথে দুই দেশের যুদ্ধের মধ্যে ভারতীয় সাবেক ক্রিকেটারদের কেউ কেউ আর কখনো আইসিসি টুর্নামেন্টেও পাকিস্তানের মুখোমুখি না হওয়ার কথা বলেন। যে কারণে ভবিষ্যতে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ নিয়ে শুরু হয় অনিশ্চয়তা।

অবশেষে সেই অনিশ্চয়তা দূর হয়েছে। আসন্ন ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান। ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো দিন-তারিখও জানিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ অক্টোবর নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কার কলম্বোয় বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।

আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে স্বাগতিক ভারত। আর বহুল প্রতীক্ষিত পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি তারা খেলবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। এরপর বাংলাদেশের বিপক্ষে ২৬ অক্টোবর বেঙ্গালুরুতে খেলবে হারমানপ্রিত কাউরের দল।

এটি নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর, যার ফাইনাল অনুষ্ঠিত হবে ২ নভেম্বর। পাকিস্তান ফাইনালে উঠলে খেলা হবে কলম্বোয়, সেটি না হলে শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে বেঙ্গালুরুতে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বিশ্বকাপ অভিযান শুরু করবে ১ অক্টোবর ইন্দোরের হোলকার স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। তাদের পরবর্তী ম্যাচ ৮ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে। অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচ, যা গত আসরের ফাইনালের পুনরাবৃত্তি; অনুষ্ঠিত হবে ২২ অক্টোবর ইন্দোরে।

পাকিস্তান নিজেদের সব ম্যাচই কলম্বোয় বাংলাদেশ (২ অক্টোবর), ইংল্যান্ড (১৫ অক্টোবর), নিউজিল্যান্ড (১৮ অক্টোবর), দক্ষিণ আফ্রিকা (২১ অক্টোবর) ও শ্রীলঙ্কার (২৪ অক্টোবর) বিপক্ষে খেলবে।

বাংলাদেশ প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে এবং এরপর আরও তিনটি ম্যাচ খেলবে বিশাখাপত্তনম স্টেডিয়ামে। এছাড়া ২০ অক্টোবর কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচ রয়েছে টাইগারদের।

(ওএস/এএস/জুন ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test