E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বৃষ্টি বাধায় ড্রয়ের পথে গল টেস্ট 

২০২৫ জুন ২১ ১৪:২৪:৪৬
বৃষ্টি বাধায় ড্রয়ের পথে গল টেস্ট 

স্পোর্টস ডেস্ক : পঞ্চম দিনের প্রথম সেশনে বাংলাদেশ বড় লিড পাওয়ার পথেই ছিল। কিন্তু বৃষ্টি বাধায় সেশনের শেষদিকে আর খেলাই হলো না।

এরপর মধ্যাহ্ন বিরতিও গেল। কিন্তু ভেজা আউটফিল্ডের কারণে এখনো খেলা শুরু হয়নি। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে গল টেস্টের ভাগ্যে হয়তো ড্র-ই লেখা রয়েছে।

প্রথম দুই দিন আশা জাগালেও তৃতীয় দিনে পাথুম নিশাঙ্কার দারুণ ব্যাটিংয়ের কারণে বিপাকে পড়ে বাংলাদেশ। চতুর্থ দিনের শুরুটাও শ্রীলঙ্কা নিজেদের করে নেয় কামিন্দু মেন্ডিসের দারুণ ব্যাটিংয়ে। তবে তার বিদায়ের পর ৪৮৫ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ১০ রানে এগিয়ে থেকে ফের ব্যাটিংয়ে নেমে চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেট হারিয়ে ১৭৭ রান।

১৮৭ রানে এগিয়ে থেকে আজ ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসের মতোই হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। তাদের জুটিতে বাংলাদেশের লিড দাঁড়ায় ২৪৭ রানে। শান্ত ফিফটি পেরিয়ে ৮৯ রান করে অপরাজিত আছেন। আর মুশফিক ২৮তম টেস্ট ফিফটির দিকে।

কিন্তু ৭৬তম ওভারে গোলমাল বেধে গেল। শান্ত ব্যাটে আলতো করে বল ছোঁয়াতেই রানের লক্ষ্যে ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন মুশি। কিন্তু শান্ত সাড়া না দেওয়ায় ফের নিজের প্রান্তে ফিরে যান তিনি। কিন্তু ক্রিজে ব্যাট ছোঁয়ার আগে সরাসরি থ্রোতে স্টাম্প ভেঙে দেন লঙ্কান ফিল্ডার প্রবাথ জয়সুরিয়া। ঠিক ৪৯ রানে রান আউট হয়ে বিদায় নেন মুশফিক।

মুশফিক বিদায় নেওয়ার পর থেকেই বৃষ্টি শুরু। এরপর আর খেলা শুরু করা সম্ভব না হওয়ায় একটু আগেভাগেই বিরতি দেন আম্পায়াররা। কিন্তু বিরতির মাঝে ফের বৃষ্টি শুরু হয়। মাঝে কিছুক্ষণের জন্য বৃষ্টি থামলে কভার সরানো শুরু হয়। কিন্তু বৃষ্টি আবারও বাগড়া দেয়। ফলে কভার আর সরানো হয়নি। এখন পর্যন্ত মাঠ খেলার উপযোগী নয়। ফলে শান্তর সেঞ্চুরি ও ম্যাচের ভাগ্য, দুটিই ঝুলন্ত অবস্থায় রয়েছে।

(ওএস/এএস/জুন ২১, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test