E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ম্যাচের মাঝপথেই শাস্তি পেলেন পান্ত

২০২৫ জুন ২৪ ১৫:২৯:১৯
ম্যাচের মাঝপথেই শাস্তি পেলেন পান্ত

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টের মাঝপথেই শাস্তি পেয়েছেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার রিশাভ পান্ত। আইসিসি কোড অব কন্ডাক্টের লেভেল-১ ভঙ্গ করায় তাকে তিরস্কার করা হয়েছে। এর সঙ্গে বাঁহাতি ব্যাটারের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। গেল ২৪ মাসে এটি পান্তের প্রথম অপরাধ।

আইসিসির বিবৃতি অনুযায়ী, খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের জন্য নির্ধারিত আচরণবিধির ধারা ২.৮ ভঙ্গ করেছেন পান্ত। যা আন্তর্জাতিক ম্যাচ চলাকালে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ- এর সঙ্গে সম্পর্কিত।

ম্যাচের তৃতীয় দিনে এই ঘটনা ঘটে। ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৬১তম ওভারে ব্যাট করছিলেন বেন স্টোকস ও হ্যারি ব্রুক। এমন সময় পান্ত বলের কন্ডিশন নিয়ে আম্পায়ার পল রেইফেলের সঙ্গে আলোচনা করেন।

ভারতীয় উইকেটরক্ষক আম্পায়ারদের বোঝানোর চেষ্টা করেন যে, বলের কন্ডিশন ভালো নয়। এটি পরিবর্তন করা দরকার। কিন্তু আম্পায়ার কন্ডিশন দেখে কোনো অস্বাভাবিকতা খুঁজে পাননি বিধায় বল পরিবর্তনের প্রস্তুাব প্রত্যাখ্যান করেন। এরপর বল হাতে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলেন ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক।

পান্তের এই কাজ মোটেও ভালো ঠেকেনি ভক্তদের চোখে। যে কারণে শাস্তি পেতে হলো ২৭ বছর বয়সী ব্যাটারকে।

পান্ত তার অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের আরোপিত শাস্তি মেনে নিয়েছেন। যে কারণে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হবে না। পান্তের বিরুদ্ধে অভিযোগ আনেন অনফিল্ড আম্পায়ার ক্রিস গাফানি ও পল রেইফেল।

এদিকে সিরিজের প্রথম টেস্ট জমে উঠেছে শেষ দিনে। ইংল্যান্ডকে জয়ের জন্য ৩৭১ রানের লক্ষ্য দিয়েছে ভারত। লক্ষ্য তাড়ায় চতুর্থ দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ছিল বিনা উইকেটে ২১ রান। আজ শেষ দিনে জয়ের জন্য ভারতের দরকার ১০ উইকেট, ইংল্যান্ডের ৩৫০ রান।

(ওএস/এএস/জুন ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test