E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘আমি হৃদয়ের কথা শুনেছি’

২০২৫ জুন ২৫ ১৩:০৫:৫৫
‘আমি হৃদয়ের কথা শুনেছি’

স্পোর্টস ডেস্ক : নিজ দেশ ব্রাজিলেই থেকে যাচ্ছেন নেইমার। সপ্তাহজুড়ে চলা নানা জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত নিজের শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেছেন ব্রাজিলিয়ান তারকা।

নতুন চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সান্তোসেই থাকছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।

চলতি বছরের জানুয়ারিতে সান্তোসে ফেরেন নেইমার। সেই চুক্তি অনুযায়ী তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৩০ জুন। তবে ক্লাব প্রেসিডেন্ট মার্সেলো তেইশেইরার সঙ্গে নেইমারের বাবার বৈঠকের পর নতুন করে চুক্তি নবায়নের সিদ্ধান্ত নেয়া হয়।

চ্যাম্পিয়ন্স লিগ খেলা কয়েকটি ইউরোপিয়ান ক্লাব নেইমারকে ফেরানোর চেষ্টা করছিল বলেও গুঞ্জন ছিল। কিন্তু শেষ পর্যন্ত ‘হৃদয়ের ডাকে সাড়া’ দিয়ে নিজের দেশেই থাকার সিদ্ধান্ত নেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা।

চুক্তি নবায়নের পর সান্তোসের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক আবেগঘন বার্তায় নেইমার বলেন, “আমি একটি সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার হৃদয়ের কথা শুনেছি। সান্তোস কেবল আমার ক্লাব নয়, এটি আমার ঘর, আমার শিকড়, আমার ইতিহাস, আমার জীবন। এখানেই আমি এক কিশোর থেকে পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়েছি। এখানেই আমি সত্যিকারের ভালোবাসা পাই। এখানেই আমি নিজেকে খুঁজে পাই, আমি এখানে সত্যিকারের সুখী। এখানেই আমি আমার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে চাই। আর কিছুই আমাকে থামাতে পারবে না। আমি এসেছি, ফিরে এসেছি, আর এখানেই থাকছি। যেখানে সবকিছু শুরু হয়েছিল, সেখানেই সবকিছু চিরকাল থাকবে। ”

বাকি বছরটায় ইনজুরি থেকে দূরে থেকে নিয়মিত মাঠে খেলার মধ্য দিয়েই জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির নজরে থাকতে চান নেইমার। তার লক্ষ্য—২০২৬ বিশ্বকাপে চতুর্থবারের মতো ব্রাজিলের জার্সিতে খেলা।

নেইমারের এই সিদ্ধান্ত কেবল সান্তোস নয়, ব্রাজিলিয়ান ফুটবলের ভক্তদের মাঝেও ছড়িয়ে দিয়েছে আবেগের রেশ।

(ওএস/এএস/জুন ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test