E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পিএসজির বিরুদ্ধে হয়রানির মামলা এমবাপের

২০২৫ জুন ২৭ ১৫:৫৫:৫৫
পিএসজির বিরুদ্ধে হয়রানির মামলা এমবাপের

স্পোর্টস ডেস্ক : প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বিরুদ্ধে নৈতিক হয়রানির অভিযোগে মামলা করেছেন ক্লাবটির সাবেক তারকা কিলিয়ান এমবাপে। গতকাল বৃহস্পতিবার প্যারিসের প্রসিকিউটর অফিস বিষয়টি নিশ্চিত করেছে। গেল এপ্রিলেই এমন অভিযোগ দায়েরের আভাস দিয়েছিলেন আইনজীবীরা।

বর্তমানে রিয়াল মাদ্রিদের হয়ে খেলা ফরাসি তারকার দাবি, পিএসজি তাকে এখনও ৫৫ মিলিয়ন ইউরো (প্রায় ৬১ মিলিয়ন ডলার) বকেয়া বেতন পরিশোধ করেনি।

২০২৩-২৪ মৌসুম শুরুর আগে ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেওয়ায় দল থেকে বাদ দেওয়া হয়েছিল এমবাপেকে। পিএসজির এমন আচরণেও অসন্তুষ্ট ২৬ বছর বয়সী তারকা।

প্রসিকিউটরের কার্যালয় জানায়, এমবাপে অভিযোগ করেছেন, তিনি পিএসজিতে ‘লোফটিং’ এর শিকার হয়েছিলেন। ফ্রান্সে ‘লোফটিং’ বলতে বোঝানো হয় খেলোয়াড়কে ক্রীড়াগত, প্রশাসনিক বা শৃঙ্খলাজনিত কারণে মূল দল থেকে আলাদা করে রাখা বা একঘরে করে দেওয়া।

পিএসজিতে সাত বছরে রেকর্ড ২৫৬ গোল করে ২০২৪ সালের গ্রীষ্মে রিয়ালে যোগ দেন এমবাপে। এরপর এই মৌসুমে এমবাপেকে ছাড়াই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করে ফরাসি লিগ ওয়ানের ক্লাবটি।

২০২২ সালে ক্লাব ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক প্রস্তাবে চুক্তি করানোর পরও এমবাপেকে হারিয়ে PSG নিজেকে প্রতারণার শিকার মনে করছে। তবে এমবাপে ক্ষুব্ধ ছিলেন কারণ তিনি মনে করতেন ক্লাব তাকে দলবদলের প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করেনি।

২০২২ সালে চুক্তির সময় এমবাপেকে '২০২৫' লেখা জার্সি দিয়ে পরিচিত করিয়ে দিয়েছিল পিএসজি। প্রকৃতপক্ষে চুক্তিটি ছিল ২০২৪ সাল পর্যন্ত এবং অতিরিক্ত এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা ছিল।

কিন্তু ২০২৩ সালের জুনে এমবাপে ক্লাবকে জানিয়ে দেন, তিনি অতিরিক্ত এক বছরের জন্য মেয়াদ বৃদ্ধি করবেন না। পিএসজির বিরুদ্ধে দলবদলের প্রতিশ্রুতি ভাঙার অভিযোগ তুলে এই সিদ্ধান্ত দেন তিনি। এর ফলে পিএসজি এমন পরিস্থিতিতে পড়ে যায় যে, বিক্রি না করলে চুক্তি শেষে এমবাপেকে বিনামূল্যে হারাতে হবে। এরপরই ক্লাবের সঙ্গে চরম উত্তেজনা শুরু হয় এমবাপের।

ক্লাবের সঙ্গে চুক্তি বাড়াতে অস্বীকৃতি জানানোর পর জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রাক-মৌসুম সফরে নেওয়া হয়নি এমবাপেকে এবং মূল দলের বাইরে আলাদা অনুশীলন করতে বাধ্য করা হয়।

পিএসজি জানায়, তারা এমবাপেকে বিনা মূল্যে ছেড়ে দিতে রাজি নয়। যদিও সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দেন এমবাপে। ওই মৌসুমের প্রথম লিগ ম্যাচে ফরাসি বিশ্বকাপজয়ী তারকাকে দলে নেয়নি পিএসজি। পরে আলোচনা মাধ্যমে স্কোয়াডে ফেরেন এমবাপে।
(ওএস/এএস/জুন ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test