E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ইনিংস ব্যবধানেই হারল বাংলাদেশ

২০২৫ জুন ২৮ ১২:৩৭:৫৩
ইনিংস ব্যবধানেই হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : তৃতীয় দিন শেষেই হার উঁকি দিচ্ছিল বাংলাদেশের সামনে। চতুর্থ দিন বাকি ছিল আনুষ্ঠানিকতা।

সেটিও আজ সকালেই শেষ করল শ্রীলঙ্কা। ইনিংস ও ৭৮ রানের বড় জয়ে ২ ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে নিজেদের করে নিল লঙ্কানরা।

গল টেস্টে দুর্দান্ত ব্যাটিংয়ে লড়াকু এক বাংলাদেশকে দেখা গেলেও, কলম্বো টেস্টে তারা যেন সম্পূর্ণ উধাও।

প্রথম টেস্টের মতো এবারও টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু উইকেট ব্যাটিংয়ের জন্য সহায়ক হলেও প্রথম ইনিংসে তারা সংগ্রহ করতে পারে মাত্র ২৪৭ রান। লঙ্কান বোলাররা শুরু থেকেই চাপে রেখেছিলেন, যদিও বেশ কিছু সহজ ক্যাচ মিস হয়েছিল। তারপরও বাংলাদেশকে বড় সংগ্রহের সুযোগ পায়নি।

জবাবে পাথুম নিশাঙ্কা ১৫৮ রানের অসাধারণ এক ইনিংস খেলেন। তার ইনিংসে ভর করে শ্রীলঙ্কা মজবুত ভিত গড়ে তোলে। নিশাঙ্কা পাশে পেয়েছেন চান্দিমাল ও কুশল মেন্ডিসকেও। তিনজনের ব্যাটে শ্রীলঙ্কা পায় ২১১ রানের বিশাল লিড।

এই বিশাল ব্যবধান চাপ তৈরি করে বাংলাদেশ ব্যাটারদের ওপর। দ্বিতীয় ইনিংসে সেই চাপে পুরোপুরি ভেঙে পড়ে তারা। স্পিনারদের ঘূর্ণিতে শুরু থেকেই খাবি খায়, বিশেষ করে প্রবাথ জয়াসুরিয়া একাই তুলে নেন ৫ উইকেট।

চতুর্থ দিনের সকালে বাকি ছিল মাত্র ৪ উইকেট। মাত্র ৩৩ বলেই সবকটি তুলে নিয়ে ম্যাচ শেষ করে দেয় স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ২৪৭ ও ১৩৩ (মুশফিক ২৬, প্রবাথ জয়সুরিয়া ৫৬/৫)
শ্রীলঙ্কা : ৪৫৮ (নিশাঙ্কা ১৫৮, চান্দিমাল ৯৩; তাইজুল ১৩১/৫)
ফলাফল : শ্রীলঙ্কা ইনিংস ও ৭৮ রানে জয়ী
সিরিজ : শ্রীলঙ্কা ১-০ ব্যবধানে জয়ী
ম্যাচ ও সিরিজ সেরা : পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা)

(ওএস/এএস/জুন ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test