E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘যেমন আশা করেছিলাম, ঠিক তেমনই হয়েছে’

২০২৫ জুন ৩০ ১১:৫৭:২২
‘যেমন আশা করেছিলাম, ঠিক তেমনই হয়েছে’

স্পোর্টস ডেস্ক : ফিফা ক্লাব বিশ্বকাপে পিএসজির বিপক্ষে ৪-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লিওনেল মেসিদের ক্লাব ইন্টার মিয়ামি। গতকাল রোববার রাতে মেসি, লুইস সুয়ারেজ, জর্দি আলবা, সার্জিও বুসকেটসদের মতো তারকা থাকলেও মিয়ামির পারফরম্যান্স ছিল নখদ্ন্তহীন বাঘের ন্যায়।

মিয়ামি জিতে যাবে, এমন আশা ভক্তরাও করেননি। তবে কিছুটা লড়াই তারা দেখতে চেয়েছেন। সেটিও হয়নি। খোদ মেসিও পিএসজির বিপক্ষে জয়ের স্বপ্ন দেখেননি। আর্জেন্টাইন তারকাও জানিয়েছেন, ম্যাচের ফলাফল প্রত্যাশিতই ছিল। তবে মেসি বলেছেন, মিয়ামি টুর্নামেন্টে ভালো ছাপ রেখে গেছে।

মেসি বলেন, ‘আসলে ম্যাচটা আমরা যেমনটি আশা করেছিলাম, ঠিক তেমনই হয়েছে। ওরা বিশাল এক দল, চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের চ্যাম্পিয়ন। মানে খুবই ভালো দল। আমরা চেষ্টা করেছি আমাদের সেরাটা দিতে এবং আমি মনে করি আমরা ক্লাব বিশ্বকাপের মঞ্চে একটা ভালো ছাপ রাখতে পেরেছি।’

গ্রুপ পর্ব থেকে দ্বিতীয় হয়ে শেষ ষোলোতে উঠেছিল মিয়ামি। দুটি ড্র এবং এফসি পোর্তোর বিপক্ষে ২-১ গোলে জয়ে গ্রুপ পর্বের খেলা শেষ করেছিল যুক্তরাষ্ট্রের এমএলএসের ক্লাবটি। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল তাদের। কিন্তু শেষ ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের বিপক্ষে বেশিরভাগ সময় আধিপত্য বজায় রাখলেও শেষ মুহূর্তে দুটি গোল খেয়ে ২-২ সমতাতেই কপাল পুড়ে মিয়ামির।

পালমেইরাসকে হারাতে পারলে শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ হতো আরেক ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগো। যা মেসিদের জন্য অনেকটা সহজ ম্যাচ হতো।

মেসি বলেন, ‘পালমেইরাসের বিপক্ষে ম্যাচটা শেষ পর্যন্ত জিততে না পারাটা কষ্ট দিয়েছে। ২-০ তে এগিয়ে থেকেও ড্র করায় আমাদের বিপক্ষে পড়ল পিএসজি, যেটা বেশি কঠিন। তবে এটাকে হতাশা বলা যাবে না। এটা শুধুই একটা ভিন্ন পরিস্থিতি। শেষ মুহূর্তের ড্রটা অবশ্যই একটা খারাপ স্বাদ রেখে গেছে। কিন্তু আমি মনে করি আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি।’

‘এটা এখন শেষ, আমাদের সামনে যা আসছে এখন সেটা নিয়েই ভাবতে হবে’- যোগ করেন মেসি।

বামপাশের রক্ষণভাগের খেলোয়াড় জর্দি আলবা মেসির সঙ্গে একমত পোষণ করে জানান, যেসব লক্ষ্য স্থির করা হয়েছিল, তার প্রতিটিই পূরণ হয়েছে।

আলবা বলেন, ‘আমাদের গ্রুপে তিনটি দলই অনেক শক্তিশালী ছিল। কিন্তু আমি খোলাখুলি বলছি, আমরা ওদের তিনটিকেই খেলার দিক থেকে ছাড়িয়ে গিয়েছিলাম। আজ আমরা খেলেছি এক অসাধারণ দলের বিপক্ষে, যারা সত্যিই কঠিন প্রতিদ্বন্দ্বিতা দিয়েছে। তবে যা হওয়ার, তাই হয়েছে।আমরা গর্ববোধ করতে পারি।’

মিয়ামি আবার মাঠে নামবে আগামী ৫ জুলাই। এমএলএসের নিয়মিত মৌসুমের খেলায় ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ সিএফ মন্ট্রিয়াল। এরপর ৩০ জুলাই থেকে শুরু হবে ২০২৫ লিগস কাপের প্রস্তুতি।

(ওএস/এএস/জুন ৩০, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test