E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে ইউ-১২ কার্নিভাল ২০২৫ সম্পন্ন

দুর্দান্ত নৈপুণ্যে আলো ছড়ালেন রইসুল, আয়ান ও বিত্ত

২০২৫ জুলাই ০১ ১৮:০৩:০৫
দুর্দান্ত নৈপুণ্যে আলো ছড়ালেন রইসুল, আয়ান ও বিত্ত

দিলীপ চন্দ, ফরিদপুর : শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে গত ২৫ জুন ফরিদপুরে সম্পন্ন হয়েছে “উ-১২ কার্নিভাল ২০২৫”। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের অংশগ্রহণে টুর্নামেন্টটি পরিণত হয় এক প্রাণবন্ত ক্রীড়ামঞ্চে। প্রতিটি ম্যাচেই ছিলো লড়াই, নৈপুণ্য আর প্রতিভার ঝলক।

টুর্নামেন্টে অলরাউন্ড পারফরম্যান্সের মাধ্যমে নজর কেড়েছেন বিত্ত শিকদার। ফাইনালে বল ও ব্যাট হাতে সমান দক্ষতায় খেলে নিজের দলকে এনে দিয়েছেন চ্যাম্পিয়নশিপ। তার এই অনবদ্য নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন ‘ম্যান অব দ্য ফাইনাল’।

এদিকে পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক পারফরম্যান্স করে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হয়েছেন মোঃ রইসুল ইসলাম। ব্যাট হাতে সংগ্রহ করেছেন গুরুত্বপূর্ণ রান, সেই সঙ্গে বল হাতে তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ উইকেট, যেগুলো দলকে এনে দিয়েছে জয়ের পথ।

অন্যদিকে মোঃ আয়ান ইসলাম দুর্দান্ত বোলিংয়ে বারবার প্রতিপক্ষ শিবিরে আঘাত হেনেছেন। তার ঘূর্ণিতে বিভ্রান্ত হয়েছে একের পর এক ব্যাটসম্যান। ফলস্বরূপ আয়ান অর্জন করেছেন ‘সেরা বোলার’ ও ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’—দুইটি মর্যাদাপূর্ণ খেতাব।

এই সাফল্যে দারুণ সন্তুষ্ট আয়োজক, প্রশিক্ষক ও অভিভাবকগণ। তাদের প্রত্যাশা, এই প্রতিভাবান কিশোররা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করবে।

(ডিসি/এসপি/জুলাই ০১, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test