E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘লারা বলেছেন, আমার অবশ্যই রেকর্ডের দিকে যাওয়া উচিত ছিল’

২০২৫ জুলাই ১১ ১৩:৩২:৩১
‘লারা বলেছেন, আমার অবশ্যই রেকর্ডের দিকে যাওয়া উচিত ছিল’

স্পোর্টস ডেস্ক : উইয়ান মুল্ডার ইনিংস ঘোষণা করেছেন ব্যক্তিগত ৩৬৭ রানে। ৪০০ করার সুযোগ থাকা সত্ত্বেও সেই চেষ্টা করেননি। বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়কের এমন কাণ্ড নিয়ে আলোচনা হচ্ছে এখনও।

ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারার ৪০০ বিশ্বরেকর্ড ভাঙার চেষ্টা না করা প্রসঙ্গে ম্যাচ শেষে মুল্ডার বলেছিলেন, ‘এমন রেকর্ড লারার মতো কিংবদন্তিরই থাকা উচিত।’

কিন্তু মুল্ডারের এমন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হচ্ছে বেশ। লারার সাবেক সতীর্থ ক্রিস গেইলই যেমন বলেছেন, ‘৪০০ করার সুযোগ জীবনে একবারই আসে। মুল্ডার হয়তো ঘাবড়ে গিয়েছিলেন কিংবা বড় ভুল করেছেন।’

মুল্ডারের এই সিদ্ধান্তকে ভুল মনে করছেন কিংবদন্তি লারাও। প্রোটিয়া ব্যাটার নিজেই জানালেন, লারার সঙ্গে তার কথা হয়েছে। লারাও বলেছেন, অবশ্যই তার রেকর্ড ভাঙার চেষ্টা করা উচিত ছিল।

মুল্ডার সুপারস্পোর্টকে বলেন, ‘এই বিষয়ে আমার সঙ্গে লারার কিছুটা কথা হয়েছে। তিনি আমাকে বললেন, আমি তো আমার নিজস্ব ইতিহাস তৈরি করছি এবং আমার অবশ্যই সেই রেকর্ডের দিকে যাওয়া উচিত ছিল।’

প্রোটিয়া ব্যাটার যোগ করেন, ‘তিনি (লারা) বলেন, রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। তিনি চান ভবিষ্যতে আমি যদি এমন অবস্থায় আবার পড়ি, তাহলে যেন চেষ্টা করি এবং তার স্কোর ছাড়িয়ে যাই।’

তবে লারার রেকর্ড ভাঙার চেষ্টা না করা ভুল ছিল, ব্যক্তিগতভাবে এমনটা মনে করেন না মুল্ডার। এখনও তিনি তার মতোই বলছেন, ‘এটা তার (লারা) দিক থেকে একদমই ভিন্ন এক দৃষ্টিভঙ্গি ছিল। তবে আমি এখনো মনে করি আমি সঠিক কাজটাই করেছি, আর খেলাটার প্রতি সম্মান দেখানোই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

(ওএস/এএস/জুলাই ১১, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test