E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন

২০২৫ জুলাই ১৯ ১৮:২৭:৩০
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা সফর শেষে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবার নিজেদের ঘরের মাঠে শক্তিশালী পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে শনিবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে সিরিজের ট্রফি।

উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস ও পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। দুই অধিনায়কের উপস্থিতিতে এই ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে সিরিজের উত্তেজনা আরও একধাপ বাড়িয়ে দেয়।

শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্সের কারণে পাকিস্তানের বিপক্ষেও কোনো পরিবর্তন আনেনি টিম ম্যানেজমেন্ট। ঐতিহাসিক সেই সিরিজে প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ, যার ফলে দলের প্রতি রয়েছে পূর্ণ আস্থা।

সিরিজজুড়ে ব্যাটিংয়ে ছিল উল্লেখযোগ্য উন্নতি। ওপেনাররা ধারাবাহিকভাবে রান করেছেন এবং তিন নম্বরে ব্যাট করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। একইসঙ্গে বোলাররাও নিজেদের সেরা ছন্দে ছিলেন, যা দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।

পাকিস্তান এবার এসেছে বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটারকে বিশ্রামে রেখে। স্কোয়াডে নেই অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদির মতো তারকা ক্রিকেটাররা। এ ছাড়া ইনজুরির কারণে দলে নেই হারিস রউফ, নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও শাদাব খান।

তবে এই সুযোগে নতুনদের যাচাই করে নিচ্ছে পাকিস্তান। স্কোয়াডে যুক্ত হয়েছে কয়েকজন তরুণ ক্রিকেটার, বিশেষ করে দুই নতুন পেসার আহমেদ দানিয়াল ও সালমান মির্জা প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছেন। তাদের পারফরম্যান্সের দিকেই এখন নজর থাকবে ক্রিকেট বিশ্লেষকদের।

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো হবে আগামী ২০, ২২ ও ২৪ জুলাই। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোঃ নাইম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শাক মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

পাকিস্তানের স্কোয়াড: সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা ও সুফিয়ান মোকিম।

(ওএস/এসপি/জুলাই ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

২৯ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test