E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘ফুটবলের দরকার দায়িত্বশীল নেতৃত্ব, সম্রাট নয়’

২০২৫ জুলাই ২৬ ১৫:০৬:০০
‘ফুটবলের দরকার দায়িত্বশীল নেতৃত্ব, সম্রাট নয়’

স্পোর্টস ডেস্ক : বিশ্বজুড়ে পেশাদার ফুটবল খেলোয়াড়দের সংগঠন ফিফপ্রো (FIFPRO) ক্লাব বিশ্বকাপ ও ম্যাচ ক্যালেন্ডার নিয়ে ফিফা ও এর সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কঠোর সমালোচনা করেছে। তারা বলছে, এই কর্তৃত্ববাদী নেতৃত্ব ফুটবলারদের অধিকার ক্ষুণ্ন করছে।

ফিফপ্রো এক বিবৃতিতে জানায়, ‘ফুটবলের দরকার দায়িত্বশীল নেতৃত্ব, সম্রাট নয়। ’

তারা আরও বলে, ‘এই খেলাটার দরকার স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও আন্তরিক সংলাপ—একতরফা শাসন নয়। ’

দুই সপ্তাহ আগে ইনফান্তিনো নিউইয়র্কে কিছু অস্বীকৃত খেলোয়াড় প্রতিনিধি নিয়ে এক সভা করে জানান, ‘গুরুত্বপূর্ণ বিষয়ে সম্মতিতে পৌঁছেছে ফিফা। ’

অথচ এই সভায় ফিফপ্রোর কোনো স্বীকৃত প্রতিনিধি ছিল না।

এই ঘটনার পর ৫৮টি দেশের খেলোয়াড় ইউনিয়নের প্রতিনিধিদের অংশগ্রহণে এক বৈঠকে ফিফপ্রো ক্ষোভ প্রকাশ করে।

ইউরোপিয়ান ফুটবল লিগ ও ফিফপ্রোর ইউরোপিয়ান বিভাগ এরইমধ্যে ফিফার বিরুদ্ধে ইউরোপিয়ান কমিশনে একটি আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করেছে।

অভিযোগের মূল বিষয়-
খেলোয়াড়দের বিশ্রামের সময় না দেওয়া
অতিরিক্ত ম্যাচ
খেলোয়াড়দের মতামত উপেক্ষা
তীব্র গরমে ম্যাচ আয়োজন
মানবাধিকার লঙ্ঘন

যুক্তরাষ্ট্রে সদ্য সমাপ্ত ক্লাব বিশ্বকাপে খেলোয়াড়দের অনেকেই দিনের প্রচণ্ড গরমে ম্যাচ খেলায় অসুস্থ বোধ করেছেন, মাথা ঘোরার মতো অবস্থা হয়েছে বলে জানিয়েছেন। টিভি সম্প্রচারের সুবিধার্থে এমন সময়ে ম্যাচ নির্ধারণ করা হয়েছিল।

সৌদি অর্থে পরিচালিত এই ৬৩ ম্যাচের টুর্নামেন্ট ক্লাবগুলোর জন্য লাভজনক হলেও, ফিফা খেলোয়াড়দের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা না করেই এই প্রতিযোগিতা সূচিতে যুক্ত করে।

ফিফপ্রোর বিবৃতিতে বলা হয়, ‘এই টুর্নামেন্টকে ইনফান্তিনো উদযাপন করলেও, তা হয়েছে এমন এক পরিবেশে যা কোনো মানুষের পক্ষে সহনীয় নয়। এমনকি অভিজাত অ্যাথলেটদের ক্ষেত্রেও নয়। এটা মানবাধিকারের প্রতি এক ধরনের অসংবেদনশীলতা। ’

‘ফিফার এই কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা খেলোয়াড়দের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলছে। অথচ খেলোয়াড়রাই এই খেলাটির মূল কেন্দ্রবিন্দু। ’

ফিফপ্রো আরও জানিয়েছে, তারা ২০২৩ সাল থেকে ফিফার সঙ্গে আর কোনো আনুষ্ঠানিক চুক্তিতে নেই। ফিফার কাছ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

(ওএস/এএস/জুলাই ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

২৯ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test