E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের কোনো সুযোগ নেই

২০২৫ জুলাই ২৯ ১৪:৫৭:১১
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের কোনো সুযোগ নেই

স্পোর্টস ডেস্ক : আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে ভারত। রাজনৈতিক উত্তেজনার মধ্যেও ভারত নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসছে না।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সূত্র বলছে, ঢাকায় সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর পক্ষ থেকে সম্মতি দেওয়া হয়েছে পুরো টুর্নামেন্টে অংশগ্রহণের, এমনকি পাকিস্তানের বিপক্ষে ম্যাচও নিশ্চিত করা হয়েছে। সেই বৈঠকের সিদ্ধান্ত এখন আর বদলানোর সুযোগ নেই।

একটি নির্ভরযোগ্য সূত্র বলেছে, ‘ভারত এখন আর এশিয়া কাপ বা পাকিস্তানের বিপক্ষে ম্যাচ থেকে সরে আসতে পারে না। বৈঠকে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু ভারতই এবারের আয়োজক, তাই এখন কিছুই পরিবর্তন করা সম্ভব নয়। ‘

এশিয়া কাপের সূচি অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

গ্রুপ পর্বের পর সুপার ফোরে এবং ফাইনালে আবারও তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে—অর্থাৎ এক টুর্নামেন্টেই হতে পারে তিনটি ভারত-পাকিস্তান লড়াই।

এই সিদ্ধান্তের পর ভারতের অভ্যন্তরে কিছু গণমাধ্যম ও সাবেক ক্রিকেটাররা বিসিসিআইকে কঠোর সমালোচনা করছেন। পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষিতে তারা ম্যাচ বয়কটের আহ্বান জানিয়েছেন।

তবে বিসিসিআই থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি যে তারা ম্যাচ বয়কট করবে। বরং বোর্ডের ভেতরে আলোচনার ভিত্তিতেই সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

৮ দলের এই টি–টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং। ভারতের ম্যাচ ১৪ তারিখ এবং পাকিস্তানের প্রথম ম্যাচ ১২ তারিখে ওমানের বিপক্ষে।

এই আসরটি ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেও বিবেচিত হচ্ছে, যেটি ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে।

(ওএস/এএস/জুলাই ২৯, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test