E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

এশিয়ান কাপে বাংলাদেশের কঠিন প্রতিপক্ষ 

২০২৫ জুলাই ২৯ ১৯:১৮:২৬
এশিয়ান কাপে বাংলাদেশের কঠিন প্রতিপক্ষ 

স্পোর্টস ডেস্ক : আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়ান কাপের ২১তম আসর। যেখানে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। কিন্তু প্রথম আসরেই কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশ লড়াই করবে উত্তর কোরিয়া, চীন ও উজবেকিস্তানের বিপক্ষে। আজ মঙ্গলবার অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত ড্রতে এই তিন কঠিন প্রতিপক্ষকে পেয়েছে বাংলাদেশ।

এই প্রতিযোগিতায় অংশ নেওয়া ১২টি দলকে ড্রতে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। ১২ জুন ফিফা প্রকাশিত নারী ফুটবলের র‌্যাঙ্কিং অনুযায়ী পটগুলো সাজায় এএফসি।

বাংলাদেশ ছিল চার নম্বর পটে। ড্র–ও শুরু হয় চার নম্বর পট দিয়ে। ভারতের ফুটবলার সঙ্গীতা চার নম্বর পটের দলগুলোর নাম তোলেন। ইরানের পর বাংলাদেশের নাম তোলায় তারা ‘বি’ গ্রুপে পড়েছে। পজিশন অনুযায়ী ওই গ্রুপে বাংলাদেশ তৃতীয় দল। সেটা তোলেন আরেকজন। আর ‘সি’ গ্রুপের তৃতীয় দল হয় ভারত।

চার নম্বর পটের পর তৃতীয় পটের ড্র হয়। সেখানে ছিল ফিলিপাইন, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান। দ্বিতীয় পট থেকে দ্বিতীয় দল হিসেবে উজবেকিস্তান ওঠায় বাংলাদেশ বি গ্রুপে পড়ে। দ্বিতীয় পটে ছিল চীন, ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া। প্রথমে দক্ষিণ কোরিয়ার নাম ওঠে। তারা ‘এ’ গ্রুপে পড়ে।

ভিয়েতনাম ও চীনের মধ্যে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রত্যাশা ছিল ভিয়েতনাম উঠুক দ্বিতীয় দল হিসেবে। কিন্তু দ্বিতীয় পট থেকে নাম তোলা ব্যক্তি দ্বিতীয় দল হিসেবে চীনের নাম তোলেন। ফলে বাংলাদেশ চীনের সঙ্গে পড়েছে। চীন এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়ন।

এবারই প্রথম এশিয়ান খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। এই টুর্নামেন্টে ভালো করতে পারলে বাঘিনীদের সুযোগ রয়েছে ২০২৭ ফিফা বিশ্বকাপ ও ২০২৮ সালের অলিম্পিক গেমসে খেলার।

অভাবনীয় নৈপুণ্য দেখিয়ে সেরা ৬ দলের মধ্যে থেকে টুর্নামেন্ট শেষ করতে পারলেই ২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের টিকিট পেয়ে যেতে পারে বাংলাদেশ।

এক নজরে দেখে নিন কে কোন গ্রুপে-

‘এ’ গ্রুপ: অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান, ফিলিপাইন

‘বি’ গ্রুপ: উত্তর কোরিয়া, চীন, বাংলাদেশ, উজবেকিস্তান

‘সি’ গ্রুপ: জাপান, ভিয়েতনাম, ভারত, চাইনিজ তাইপে (তাইওয়ান)

(ওএস/এসপি/জুলাই ২৯, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test