E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ সিলেটে, দেখে নিন সূচি

২০২৫ আগস্ট ০৫ ১৪:৫৫:২৮
বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ সিলেটে, দেখে নিন সূচি

স্পোর্টস ডেস্ক : কথা ছিল আগস্টে বাংলাদেশে আসবে ভারত। কিন্তু রাজনৈতিক টানাপোড়েনে এই সফর স্থগিত করেছে তারা। এই সময়টা কাজে লাগাতে নেদারল্যান্ডসের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার এই সিরিজের সূচি চূড়ান্ত করা হয়েছে।

বিসিবি জানিয়েছে, ৩০ আগস্ট শুরু হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার এই টি-টোয়েন্টি সিরিজ। ১ ও ৩ সেপ্টেম্বর হবে পরের দুটি ম্যাচ। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। তিনটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

তিন ম্যাচের এই সিরিজ খেলতে ২৬ আগস্ট বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস। সিরিজকে সামনে রেখে ৬ আগস্ট থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে টাইগারররা।

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ সূচি-
৩০ আগস্ট: প্রথম টি-টোয়েন্টি
১ সেপ্টেম্বর: দ্বিতীয় টি-টোয়েন্টি
৩ সেপ্টেম্বর: তৃতীয় টি-টোয়েন্টি

(ওএস/এএস/আগস্ট ০৫, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test