E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

এনসিএল টি-টোয়েন্টি

বেড়েছে ক্রিকেটারদের ম্যাচ ফি

২০২৫ আগস্ট ০৮ ০০:২৮:৪৯
বেড়েছে ক্রিকেটারদের ম্যাচ ফি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজের আবহেই শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির আসর। জাতীয় দলে না থাকলেও এবারের টুর্নামেন্টে মাঠ কাঁপাতে দেখা যাবে তামিম ইকবাল, মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদকে।

৩০ আগস্ট শুরু বাংলাদেশ আর নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ। আগামী ১৪ সেপ্টেম্বর শুরু হবে ঘরোয়া ক্রিকেটের জমজমাট এনসিএল টি-টোয়েন্টি আসর।

এরইমধ্যে ভেন্যুও অনেকটা চূড়ান্ত হয়ে গেছে। ঢাকা ও চট্টগ্রামে খেলা নেই। খেলা হবে সিলেট, বগুড়া আর রাজশাহীতে। সিলেটে হতে পারে দিবারাত্রির ম্যাচও।

টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে আলাপে ভেন্যুর পাশাপাশি উইকেট ও খেলোয়াড়দের আর্থিক বিষয় নিয়েও কথা বলেছেন।

ভালো উইকেটে খেলা আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে আকরাম বলেন, ‘অবশ্যই ভালো উইকেটে খেলাতে চাই। টি-টোয়েন্টিতে যেন রান হয় ওই জিনিসটা আমাদের মাথায় আছে।’

ভালো উইকেটের পাশাপাশি ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বাড়ানোর অঙ্গীকারও বিসিবি কর্তা আকরাম খানের কণ্ঠে, ‘আমরা ভালো দিতে যাচ্ছি। আপনারা জানেন, গতবার ওদের ম্যাচ ফি ছিল ২৫ হাজার। সেটা আমরা এবার ৪০ হাজার করেছি। পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধাও আমরা বাড়ানোর চেষ্টা করছি।’

(ওএস/এএস/আগস্ট ০৮, ২০২৫)


পাঠকের মতামত:

০৮ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test