E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

৫০০ ছুঁয়ে টি-টোয়েন্টিতে সাকিবের অনন্য ইতিহাস

২০২৫ আগস্ট ২৫ ১৩:২২:২৯
৫০০ ছুঁয়ে টি-টোয়েন্টিতে সাকিবের অনন্য ইতিহাস

স্পোর্টস ডেস্ক : অ্যান্টিগায় ইতিহাস গড়লেন সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বল হাতে ঝলক দেখিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ছুঁয়ে ফেললেন ৫০০ উইকেটের মাইলফলক। সঙ্গে যোগ হলো ব্যাট হাতে সাত হাজারের বেশি রানের রেকর্ডও। বিশ ওভারের ক্রিকেটে এই দুটো অর্জনের সমন্বয়ে একমাত্র ক্রিকেটার এখন তিনি।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে এই কীর্তি গড়েছেন সাকিব। এর আগে ৪৯৮ উইকেট নিয়ে আসরে নামলেও শুরুটা ভালো হয়নি। প্রথম চার ম্যাচে সব মিলিয়ে চার ওভারে নিয়েছিলেন মাত্র একটি উইকেট। আগের ম্যাচে দুই ওভারে ১৬ রান দিয়েও ছিলেন উইকেটশূন্য। তবে প্যাট্রিয়টসের বিপক্ষে ফিরলেন স্বরূপে, দুই ওভারে ১১ রান দিয়ে নিলেন ৩ উইকেট।

আক্রমণে এসে প্রথমেই সুযোগ তৈরি করেছিলেন তিনি। তৃতীয় বলেই রিজওয়ানকে লং অনে ক্যাচে পরিণত করেছিলেন ফিল্ডার জেডেন সিলস, তবে সীমানায় পা ছুঁয়ে যাওয়ায় তা পরিণত হয় ছক্কায়। ওভারের শেষ বলে অবশ্য আর কোনো সুযোগ দেননি রিজওয়ান, সাকিবের হাতে সহজ ক্যাচ দিয়েই ফিরে যান। এরপর নিজের পরের ওভারে কাইল মেয়ার্স ও নাভিন বিদাইসিকে ফেরান এই বাঁহাতি স্পিনার।

টি-টোয়েন্টিতে ৬৬০ উইকেটে সর্বোচ্চ সবার ওপরে রশিদ খান। এরপর ডোয়াইন ব্রাভো (৬৩১), সুনিল নারাইন (৫৯০) ও ইমরান তাহির (৫৫৪)। এবার তাদের কাতারেই নাম লিখিয়েছেন ৩৮ বছর বয়সী সাকিব, ৪৫৭ ম্যাচে ৪১৯ ইনিংস বোলিং করে ছুঁলেন ৫০০ উইকেট। একই সঙ্গে ব্যাট হাতে তার রান এখন ৭ হাজারেরও বেশি।

ইনিংস শেষে ব্যাট হাতেও আলো ছড়ান সাকিব। চারে নেমে ১৮ বলে ২৫ রানের কার্যকর ইনিংস খেলেন দুই ছক্কা ও এক চারে। দলের জয় নিশ্চিত করে জেতেন ম্যাচসেরার পুরস্কারও।

প্যাট্রিয়টস ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রান তুললেও জবাবে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস জয় তুলে নেয় ২ বল হাতে রেখে। ৬ ম্যাচে ৩ জয়ে ৭ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে আছে দলটি।

(ওএস/এএস/আগস্ট ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

২৫ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test