E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার লিগে তাইজুল

২০২৫ সেপ্টেম্বর ১০ ১৩:৫৭:১১
প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার লিগে তাইজুল

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ক্রিকেটার ডাক পেলেন দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০-তে। বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামকে কিনেছে ডারবান সুপার জায়ান্টস।

তার পারিশ্রমিক ধরা হয়েছে বাংলাদেশি মুদ্রায় ৩৪ লাখ ৯০ হাজার টাকা।

এবারের নিলামে মোট ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার নাম দিয়েছিলেন। প্রাথমিক তালিকা থেকে চূড়ান্ত তালিকায় জায়গা হয়েছিল ১৪ জনের। তবে নিলামে বাংলাদেশ থেকে কেবল দুজনের নাম তোলা হয়। মুস্তাফিজুর রহমানের নাম ডাকা হলেও কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। তাইজুলকেই একমাত্র কিনেছে ডারবান। সাকিব আল হাসান, লিটন দাসদের নাম চূড়ান্ত ড্রাফটে উঠানোই হয়নি।

তাইজুল এনওসি (অনাপত্তিপত্র) পেলে বিপিএলের বাইরে প্রথমবারের মতো কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে নামবেন। চূড়ান্ত তালিকায় আরও ছিলেন তরুণ ক্রিকেটার তানজিম হাসান সাকিব ও তানজিদ হাসান তামিম। প্রাথমিক তালিকায় থাকলেও সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

এসএ২০–এর এবারের নিলামে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৭৮২ ক্রিকেটার নাম জমা দিয়েছিলেন। সেখান থেকে ৫৪১ জনকে তোলা হয় নিলামে, যার মধ্যে বিদেশি ক্রিকেটার ছিলেন ২৪১ জন। বিদেশি কোটা ছিল ২৫টি। দেশি ক্রিকেটারদের মধ্যে ৩০০ জনকে উঠানো হয়েছিল, যেখানে নির্ধারিত কোটায় ছিল ৫৯ জন। শেষ পর্যন্ত ৮৪ জন ক্রিকেটার দল পেয়েছেন।

রেকর্ড সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস। তাকে ১৬.৫ মিলিয়ন র‌্যান্ডে দলে নিয়েছে প্রিটোরিয়া ক্যাপিটালস। আরেক প্রোটিয়া তারকা এইডেন মার্করামকে নিতে ডারবানের খরচ হয়েছে ১৪ মিলিয়ন র‌্যান্ড। তবে টানা দ্বিতীয়বারের মতো দল পাননি প্রোটিয়াদের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক টেম্বা বাভুমা।

আগামী বছরের ২৩ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে ছয় দলের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চতুর্থ আসর।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১০, ২০২৫)

পাঠকের মতামত:

১০ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test