E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘সবসময় জয় সম্ভব নয়’

২০২৫ সেপ্টেম্বর ১১ ১২:৩৭:০৭
‘সবসময় জয় সম্ভব নয়’

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে ১-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। টানা জয়ের ধারায় থাকা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের জন্য এই হার হজম করা বেশ কঠিন হওয়ার কথা।

কিন্তু ম্যাচ শেষে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি শান্তভাবে পরিস্থিতি বিশ্লেষণ করলেন। তিনি স্বীকার করে নিলেন, প্রতিপক্ষ ভালো খেলেছে এবং সবসময় জয় পাওয়া যায় না।

‘আমরা সৌভাগ্যবান যে নিয়মিত জিততে অভ্যস্ত। তবে সবসময় আপনার দিন আসে না,’ — মন্তব্য করেন স্কালোনি।

ম্যাচ নিয়ে নিজের বিশ্লেষণে স্কালোনি বলেন, ‘প্রতিপক্ষ যখন খেলবে তখন কখনও আপনাকে কষ্ট পেতেই হবে। ১০ জনে নেমে যাওয়ার পর আমরা ভুগেছি। খেলাটা জটিল হয়েছিল, তবে আমরা সবসময় খেলায় ছিলাম। দ্বিতীয়ার্ধটা আমাদের হলেও আরও কিছু করা যেত। ’

তিনি স্বীকার করেন, নিকোলাস ওতামেন্দির লাল কার্ড তার পরিকল্পনা নষ্ট করেছে, ‘আমরা নতুন কিছু খেলোয়াড়কে দেখতে চেয়েছিলাম। কিন্তু বহিষ্কারের পর আর সেটা সম্ভব হয়নি। ’

স্কালোনি প্রতিপক্ষকেও কৃতিত্ব দিতে ভোলেননি, ‘ইকুয়েডর আজ দারুণ খেলেছে। যদি এভাবে খেলে, তারা নিজেদের সমর্থকদের আনন্দ দেবে। ’

আলবিসেলেস্তে কোচ জানান, ওতামেন্দি বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন না। তবে মার্চে স্পেনের বিপক্ষে ফিনালিসিমায় তার খেলা নিয়ে প্রশ্ন আছে।

একইসঙ্গে মেসির না খেলা প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘চোট থেকে ফিরছে, তাই ঝুঁকি নিতে চাইনি। এ কারণেই খেলানো হয়নি। ’

এই ম্যাচে মেসির জার্সি নম্বর ১০ দেওয়া হয়েছিল ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোকে। এ নিয়ে প্রশ্ন করলে স্কালোনি বলেন, ‘থিয়াগো আলমাদা ১০ নম্বর জার্সি পরার কথা ছিল, কিন্তু সে না খেলায় সেটা দেওয়া হয় মাস্তান্তুয়োনোকে। ’

স্কালোনি আরও জানান, বিশ্বকাপ কে জিতবে তা অনুমান করা কঠিন। তার ভাষায়, ‘অনেক শক্তিশালী দল আছে, যারা প্রতিপক্ষের জন্য কাজ কঠিন করে দেবে। ’

(ওএস/এএস/সেপ্টেম্বর ১১, ২০২৫)

পাঠকের মতামত:

১১ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test