E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘পাকিস্তানের উপকারের কথা ভুলে গেছে আফগানিস্তান’

২০২৫ অক্টোবর ১৯ ১৪:৫৯:৪৮
‘পাকিস্তানের উপকারের কথা ভুলে গেছে আফগানিস্তান’

স্পোর্টস ডেস্ক : আসন্ন নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে সিরিজে না খেলার আফগানিস্তান ক্রিকেট দলের সিদ্ধান্তের প্রেক্ষিতে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদি। একই সঙ্গে তিনি সীমান্তে চলমান উত্তেজনা বাড়ানোর বিষয়ে সতর্ক করেছেন এবং পাকিস্তানের দীর্ঘদিনের ‘আফগান জনগণের প্রতি সহানুভূতির ইতিহাস’ স্মরণ করিয়ে দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে আফ্রিদি লিখেছেন, ‘পাকিস্তান সবসময় আমাদের আফগান ভাইদের পাশে থেকেছে। ’ তিনি মনে করিয়ে দেন, পাকিস্তান সীমান্ত খুলে দিয়ে লক্ষ লক্ষ শরণার্থীকে আশ্রয় দিয়েছে এবং প্রায় ৪০ লাখ আফগান নাগরিককে দেশে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিয়েছে।

আফ্রিদি জানান, তিনি ব্যক্তিগতভাবে নিজের সামর্থ্য অনুযায়ী প্রায় ৩৫০টি আফগান পরিবারের সহায়তা করে থাকেন—যা পাকিস্তানি জনগণ ও বেসরকারি উদ্যোগে আফগানদের প্রতি দীর্ঘদিনের মানবিক সহায়তার প্রতিফলন।

তবে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষের ঘটনায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘অত্যন্ত দুঃখজনক যে আফগানিস্তান অতীতের এই উপকারগুলো ভুলে গিয়ে সীমান্তে প্রকাশ্য আগ্রাসনে লিপ্ত হয়েছে, যার জবাব আমাদের সশস্ত্র বাহিনী দৃঢ়ভাবে দিয়েছে। ’

আফ্রিদি আফগান নেতৃত্বকে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে পাকিস্তানকে ‘ভ্রাতৃপ্রতীম ইসলামি দেশ’ হিসেবে বর্ণনা করেন। তিনি সতর্ক করে বলেন, ‘আফগানিস্তান যেন তাদের ভূখণ্ড তৃতীয় পক্ষের হাতে ব্যবহৃত হতে না দেয়। ’

পাকিস্তানের ভেতরে পূর্বে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘যেসব দেশ বা গোষ্ঠী অতীতে পাকিস্তানের অভ্যন্তরে জঙ্গিবাদে সহায়তা করেছে, তাদের যেন আফগান মাটিতে আবার সক্রিয় হতে না দেওয়া হয়। ’

(ওএস/এএস/অক্টোবর ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test