E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টেস্ট অধিনায়কের দায়িত্ব পেলে নিতে প্রস্তুত মিরাজ

২০২৫ অক্টোবর ২৪ ১২:৪৬:৩১
টেস্ট অধিনায়কের দায়িত্ব পেলে নিতে প্রস্তুত মিরাজ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের টেস্ট অধিনায়ক নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের আলোচনার তালিকায় রয়েছেন তিন-চারজন ক্রিকেটার, যার মধ্যে অন্যতম মেহেদী হাসান মিরাজ। তিনি জানিয়েছেন বিসিবির পরিকল্পনার সঙ্গে নিজের ভাবনা মিলে গেলে টেস্ট দলের নেতৃত্ব নিতে প্রস্তুত তিনি।

ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে ইতোমধ্যেই দায়িত্ব পালন করছেন মিরাজ। শ্রীলঙ্কা সফরের আগে তিন ফরম্যাটে আলাদা অধিনায়ক রাখার সিদ্ধান্ত নেয় বিসিবি। সেই পরিকল্পনার অংশ হিসেবেই ওয়ানডে অধিনায়কত্ব পান মিরাজ, শান্তকে সরিয়ে দেওয়া হয় ওই ফরম্যাট থেকে। পরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দিলেও কলম্বো টেস্টের পরই পদ ছাড়েন শান্ত।

এখন গুঞ্জন চলছে বিসিবি আবারও শান্তকে টেস্ট অধিনায়ক হিসেবে বিবেচনা করছে। তবে আলোচনায় রয়েছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজও।

এ বিষয়ে মিরাজ বলেন, ‘এটা পুরোপুরি ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত। তারা কাকে কীভাবে ভাবছে, সেটা তাদের পরিকল্পনা। যদি তারা টেস্ট দলের নেতৃত্বের প্রস্তাব দেয়, তাহলে আমি অবশ্যই তাদের সঙ্গে আলোচনা করব। তাদের পরিকল্পনা কী, আমি কীভাবে ভাবছি এই বিষয়গুলো মিললে অবশ্যই দায়িত্ব নিতে রাজি আছি।’

তিনি আরও বলেন, ‘যদি তারা নেতৃত্ব দেয়, আমি করব কিন্তু এর পেছনে একটা পরিষ্কার পরিকল্পনা থাকতে হবে। দুই পক্ষের ভাবনা এক হলে এবং মানসিকভাবে প্রস্তুত থাকলে অবশ্যই সেটা দলের জন্য ভালো হবে।’

ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব নেয়ার পর শ্রীলঙ্কা ও আফগানিস্তান সিরিজে জয়ের দেখা না পেলেও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দল জিতেছে তার নেতৃত্বে। সমালোচনা থাকলেও মিরাজ বিশ্বাস করেন, ধীরে ধীরে দল আরও ভালো করবে।

তিনি অলেন, ‘আমি বিশ্বাস করি, সময়ের সঙ্গে সঙ্গে আমরা আরও শক্তিশালী হব। সমর্থন আর সময় পেলে সামনে ভালো কিছু আসবেই।’

(ওএস/এএস/অক্টোবর ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test