E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ক্রিকেটের মাধ্যমে ভালো নাগরিক তৈরি করতে চান বিসিবি সভাপতি

২০২৫ অক্টোবর ২৬ ১৪:২২:২৫
ক্রিকেটের মাধ্যমে ভালো নাগরিক তৈরি করতে চান বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, তার লক্ষ্য কেবল দক্ষ ক্রিকেটার তৈরি করা নয়। বাংলাদেশের ক্রিকেট ব্যবস্থাকে এমন একটি মঞ্চে রূপ দিতে চান, যেখান থেকে গড়ে উঠবে দেশপ্রেমিক ও আদর্শ নাগরিক।

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় করেছে। এই জয় সত্ত্বেও র‍্যাংকিংয়ে তেমন পরিবর্তন আসেনি। বাংলাদেশ এখনো ১০ নম্বরে অবস্থান করছে।

তবে তিনি সমর্থকদের ধৈর্য ধরতে আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের ওপর বিশ্বাস রাখুন। ইনশাআল্লাহ, আমরা বাংলাদেশ ক্রিকেটকে এমন উচ্চতায় নিয়ে যাব, যাতে সবাই গর্ব করতে পারে।’

ক্রিকেটের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চান তিনি।

বুলবুল বলেন, ‘বাংলাদেশে আমরা শুধু ক্রিকেটার তৈরি করব না, আমরা ক্রিকেটের মাধ্যমে ভালো নাগরিক তৈরি করব।’

আমিনুল ইসলাম বুলবুলের বক্তব্যে স্পষ্ট তার দৃষ্টি কেবল মাঠের পারফরম্যান্সে সীমাবদ্ধ নয়। ক্রিকেটের মধ্য দিয়েই তিনি দেখতে চান এক শৃঙ্খলাবদ্ধ, সৎ ও দায়িত্বশীল তরুণ প্রজন্মের উত্থান, যারা দেশের নাম উজ্জ্বল করবে মাঠে ও মাঠের বাইরে।

(ওএস/এএস/অক্টোবর ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

২৬ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test