সব দ্বিধা কাটিয়ে টেস্ট নেতৃত্বে ফিরলেন শান্ত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে আবারও দায়িত্ব নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু কীভাবে তিনি মত পরিবর্তন করলেন, এই প্রশ্নটি কিছুদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল দেশের ক্রিকেট অঙ্গনে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন যখন শান্তকে সিদ্ধান্ত বদলাতে বলেন, তখন তিনি স্পষ্টভাবেই অস্বীকৃতি জানিয়েছিলেন। দুজনের মধ্যে প্রায় চল্লিশ মিনিটের দীর্ঘ আলাপ হয় সেদিন।
শান্তের দ্বিধার মূল কারণ ছিল জনমতের প্রতিক্রিয়া। তিনি আশঙ্কা করছিলেন, আবার নেতৃত্ব নিলে সেটা ‘সুযোগসন্ধানী সিদ্ধান্ত’ হিসেবে দেখা হতে পারে। শান্ত জানেন, তার সরল ও নির্ভীক ব্যক্তিত্ব অনেক সময় গণমাধ্যমের পছন্দসই হয় না।
তবু পরিসংখ্যান বলছে, শান্তই বাংলাদেশের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক। তার নেতৃত্বে ১৪ টেস্টে জয়ের হার ২৮.৫৭ শতাংশ (৪ জয়, ১ ড্র, ৯ হার)। তুলনায় সাকিব আল হাসানের জয়ের হার ২১.০৫ এবং মুশফিকুর রহিমের ২০.৫৮ শতাংশ। ফলে নেতৃত্ব ছাড়ার আগেই তিনি স্থায়ী ছাপ রেখে গিয়েছিলেন।
গত ২৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের সিরিজ শেষে হঠাৎই টেস্ট অধিনায়কত্ব ছাড়েন শান্ত। এরপর বিষয়টি নিয়ে দীর্ঘ অনিশ্চয়তা চলতে থাকে।
অবশেষে গত ২৮ অক্টোবর ওয়েস্টিন হোটেলে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আকস্মিকভাবে তিন পরিচালক ফারুক আহমেদ, আব্দুর রাজ্জাক ও খালেদ মাসুদের (জুমে যুক্ত) সঙ্গে বৈঠকে বসেন। সেখানে ছিলেন নাজমুল আবেদিনও। আলোচনার মূল বিষয় ছিল আসন্ন আয়ারল্যান্ড সিরিজের আগে (১১ নভেম্বর থেকে সিলেটে শুরু) নতুন টেস্ট অধিনায়ক নির্ধারণ।
সেখানে নাজমুল জানান, তিনি শান্তকে রাজি করাতে ব্যর্থ হয়েছেন। সময়ও ফুরিয়ে আসছে। তখন ফারুক আহমেদ অনুরোধ করেন, তাকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হোক, শেষবারের মতো চেষ্টা করবেন শান্তকে বোঝাতে।
বিসিবির একাধিক সূত্র জানায়, ফারুক আহমেদের ফোন কলই শেষ পর্যন্ত সবকিছু বদলে দেয়।
এক কর্মকর্তা ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বলেন, “ফারুক ভাই তাকে বড় ছবিটা দেখিয়েছেন। শান্ত প্রথমে অনিচ্ছুক ছিলেন, কিন্তু ফারুক ভাই যখন বলেন, ‘অতীত ভুলে সামনের দিকে তাকাও, আমি নিজেও কঠিন সময় পার করেছি, কিন্তু এখন ক্রিকেটের জন্যই কাজ করছি’, তখন শান্ত আর না বলতে পারেননি।”
ফারুক আহমেদের নিজের প্রত্যাবর্তনও শান্তকে প্রভাবিত করেছে বলে ধারণা করা হচ্ছে। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত নয়জন পরিচালকের মধ্যে আটজন তার বিরুদ্ধে অনাস্থা জানালেও তিনি সাম্প্রতিক বিসিবি নির্বাচনে ফিরে এসে এখন বোর্ডের সহসভাপতি।
অন্যদিকে, শান্ত যখন টেস্ট অধিনায়কত্ব ছাড়েন, তখন সতীর্থদের তরফে কোনো আপত্তি আসেনি। বরং ওয়ানডে অধিনায়কত্ব হারানোই তাকে গভীরভাবে আঘাত করেছিল। শ্রীলঙ্কা সিরিজের ঠিক আগে মেহেদি হাসান মিরাজকে হঠাৎ দায়িত্ব দেওয়া হয়। এই একটি সিদ্ধান্ত বোর্ডের ভেতরে ও বাইরে বহু প্রশ্ন তোলে।
তখন বিসিবিতে ছিলেন না ফারুক আহমেদ। কেউ কেউ এ সিদ্ধান্তের দায় এককভাবে সভাপতি আমিনুল ইসলামের ওপর চাপানোর চেষ্টা করলেও তিনি তা নাকচ করেন।
আমিনুল বলেন, ‘আমি এককভাবে কাউকে সরানোর ক্ষমতা রাখি না। বোর্ডের যৌথ সিদ্ধান্তেই সেটি হয়েছিল। আমি তখন অস্ট্রেলিয়ায় ছিলাম। তবু স্বীকার করছি, বিষয়টি আরও পেশাদারভাবে সামলানো যেত।’
এই অভিজ্ঞতা থেকেই আমিনুল এখন বিসিবির অভ্যন্তরীণ জবাবদিহি বাড়াতে গঠন করেছেন একটি ‘শ্যাডো কমিটি’। প্রকাশ্যে না এলেও এই কমিটি কার্যক্রম শুরু করেছে, এবং ভবিষ্যতে ক্রিকেট পরিচালনা বিভাগের কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই এর লক্ষ্য।
সবশেষে, শান্তর আবার নেতৃত্বে ফেরা কেবল ব্যক্তিগত প্রত্যাবর্তন নয়; বরং বিসিবির ভেতরে সম্পর্ক, আস্থা ও নেতৃত্বের নতুন ভারসাম্য প্রতিষ্ঠারও ইঙ্গিত দিচ্ছে।
(ওএস/এএস/নভেম্বর ০৩, ২০২৫)
পাঠকের মতামত:
- নির্বাচনে মোতায়েন থাকবে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি
- নড়াইলে মাসুম হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
- ২০২৪-২৫ অর্থবছরে সাতক্ষীরা সার্কেলে প্রায় ১৯ কোটি টাকা রাজস্ব আদায়
- ভৈরবে পাদুকা শিল্পের উন্নয়ন বিষয়ক স্মার্ট প্রকল্পের পরিচিতি সভা ও মতবিনিময় কর্মশালা
- সোনাতলায় ধর্ষণের চেষ্টা ও অন্য মামলায় গ্ৰেফতার ৩
- কাপ্তাই পরিদর্শন করলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দিন
- নড়াইলে এনপিপির উদ্যোগে নির্বাচনী সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বিলুপ্তির পথে পঞ্চগড়ের ধামের গান!
- কাপাসিয়ায় মহিলা দলের দিনব্যাপী কর্মশালা
- অনারের নতুন প্লে ১০ এখন পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য মূল্যে
- ২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- বগুড়া-৬ আসনে লড়বেন তারেক রহমান
- তিন আসনে লড়বেন খালেদা জিয়া
- ইউএনও’র উদ্যোগে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের বিষের প্রতিষেধক হস্তান্তর
- মহিলা দল নেত্রী লাইজুর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী
- টানা বৃষ্টিতে নুয়ে পড়েছে কৃষকের স্বপ্ন
- ঝিনাইদহে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
- ফরিদপুরে ক্রেতা ভোক্তা সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার
- সড়ক দখল করে চলছে ইট-পাথরের ব্যবসা
- গৌরনদীতে স্বামী-স্ত্রীকে হাতুরি পেটার অভিযোগ
- এমিরেরটস যাত্রীদের জন্য দুবাইয়ে সাত শতাধিক শীতকালীন অবিশ্বাস্য অফার
- সেগমেন্টের সবচেয়ে সেরা আইপি৬৯ প্রোসহ বাজারে আসছে রিয়েলমি সি৮৫ প্রো!
- টাঙ্গাইলে বাবার ছুরিকাঘাতে মেয়ে নিহত, ঘাতক বাবা গ্রেফতার
- ‘ইজতেমা মার্চে, সুযোগ পাবেন না সাদপন্থিরা’
- আপিল বিভাগের বিচার কাজ পর্যবেক্ষণে নেপালের প্রধান বিচারপতি
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নিহত ৫
- ফেক আইডি থেকে উস্কানিমূলক সাম্প্রদায়িক পোস্ট, পাথরঘাটায় সংবাদ সম্মেলন
- র্যাংকিংয়েও আফগানিস্তানকে টপকে গেল বাংলাদেশ
- অনারের নতুন প্লে ১০ এখন পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য মূল্যে
- পাকিস্তানের মাটিতে শেখ মুজিবের ‘জয় বাংলা’ ধ্বনি টিকবে না
- বিলুপ্তির পথে পঞ্চগড়ের ধামের গান!
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- ফোবানার নতুন সভাপতি বেলাল, নির্বাহী সচিব রউফ
- এক ম্যাচ হাতে রেখেই সিরিজ ওয়েস্ট ইন্ডিজের
- হাসপাতালে হাসান মাসুদ
- ২০২৭ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল মাদ্রিদে
- ‘বাংলাদেশের জার্সি আর গায়ে দেওয়া হলো না’
- ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ‘ড্র’ ২ নভেম্বর
- নিমে নিরাময় হয় যে সব রোগের
- অনুশীলনের সময় বলের আঘাতে ক্রিকেটারের মৃত্যু
- আজানের সময় গান থামিয়ে প্রশংসিত সোনু নিগম
- আষাঢ়
- একক গানে কানেকটিকাটের দর্শকদের মুগ্ধ করলেন ব্রিয়ানা বিশ্বাস
- জটিল রোগে আক্রান্ত শাম্মী বাঁচাতে চায়
- ‘ভারত নোংরা খেলা খেলতে পারে, দ্বিমুখী যুদ্ধের জন্য প্রস্তুত পাকিস্তান’
-1.gif)







