E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ : ৮ ভেন্যু চূড়ান্ত, সূচি আসছে শিগগিরই

২০২৫ নভেম্বর ০৭ ১২:৫৫:১৭
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ : ৮ ভেন্যু চূড়ান্ত, সূচি আসছে শিগগিরই

স্পোর্টস ডেস্ক : আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হতে যাচ্ছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসর যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। টুর্নামেন্টের জন্য ৮টি ভেন্যু চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যদিও এখনও পুরো সূচি ঘোষণা হয়নি। তবে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আগামী সপ্তাহেই প্রকাশ হতে পারে বিস্তারিত সময়সূচি।

ভারতে খেলা হবে পাঁচটি মাঠে। দিল্লির আরুন জেটলি স্টেডিয়াম, কলকাতার ইডেন গার্ডেন্স, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, চেন্নাইয়ের চিন্নাসোয়ামি স্টেডিয়াম এবং আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গড়াবে ম্যাচগুলো। অন্যদিকে শ্রীলঙ্কায় হবে তিন ভেন্যুতে ম্যাচ। এর মধ্যে দুটি নিশ্চিত হয়েছে কলম্বো ও পাল্লেকেলে।

টুর্নামেন্ট শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ মার্চ। গত ওয়ানডে বিশ্বকাপের মতো এবারও ফাইনালের ভেন্যু ধরা হয়েছে বিশাল নরেন্দ্র মোদী স্টেডিয়ামকে। তবে বিশেষ একটি শর্তও রেখেছে আইসিসি। যদি পাকিস্তান ফাইনালে পৌঁছে যায়, সেক্ষেত্রে শিরোপা লড়াই হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

রাজনৈতিক টানাপোড়েনের কারণে ভারত ও পাকিস্তান বহু বছর ধরেই দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না। এমনকি বৈশ্বিক টুর্নামেন্টেও একে অপরের মাটিতে খেলা হয় না তাদের। তাই এবারও পাকিস্তানের সব ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। সাম্প্রতিক বছরগুলোতে এটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে যে দুই দলের মুখোমুখি ম্যাচ হয় নিরপেক্ষ ভেন্যুতে। যেমন গত চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান ছিল আয়োজক, কিন্তু ভারতের ম্যাচগুলো হয়েছিল দুবাইয়ে; এমনকি ফাইনালও অনুষ্ঠিত হয় সেখানে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে মোট ২০টি দল। চারটি গ্রুপে ভাগ হবে তারা, প্রতিটিতে থাকবে পাঁচটি করে দল। প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য চার দলের বিপক্ষে খেলবে একবার করে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল যাবে পরবর্তী পর্বে, যেটি ‘সুপার এইট’ নামে পরিচিত। সেখানে দুই গ্রুপে ভাগ হয়ে দলগুলো খেলবে লিগ পর্ব, এরপর প্রতিটি গ্রুপের সেরা দুই দল উঠবে সেমি-ফাইনালে।

সব অঞ্চলের বাছাইপর্ব শেষ হয়েছে, ফলে অংশগ্রহণকারী ২০টি দলও এখন নিশ্চিত। চমক আছে এখানেই; প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইতালি।

(ওএস/এএস/নভেম্বর ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

০৭ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test