E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দ্বিতীয় দফায় টেস্টের নেতৃত্বে ফেরার কারণ জানালেন শান্ত

২০২৫ নভেম্বর ১০ ১৪:৩০:৩২
দ্বিতীয় দফায় টেস্টের নেতৃত্বে ফেরার কারণ জানালেন শান্ত

স্পোর্টস ডেস্ক : জুনে কলম্বো টেস্টের পরই টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তখন তার ব্যাখ্যা ছিল দলের ভালোর জন্যই সিদ্ধান্তটা নিয়েছেন। এর আগে হঠাৎ করেই ওয়ানডে নেতৃত্ব থেকেও তাকে সরিয়ে দিয়েছিল বিসিবি। এরপর দীর্ঘ কয়েক মাস বাংলাদেশ কোনো টেস্ট না খেলায় পদের দায়িত্বও খালি পড়ে ছিল। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগ মুহূর্তে নাটকীয়ভাবে আবারও টেস্ট দলের নেতৃত্বে ফিরলেন শান্ত।

আগামীকাল (১১ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে আইরিশদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। এর আগে সংবাদ সম্মেলনে এসে নিজের ফেরার কারণ ব্যাখ্যা করলেন শান্ত।

তিনি বলেন, ‘তিন ফরম্যাটে আলাদা অধিনায়ক থাকায় আমি আগেই সরে গিয়েছিলাম। কিন্তু এখন বোর্ডের সঙ্গে আলোচনায় সব পরিষ্কার। আমি কনফিডেন্ট, কোনো জটিলতা হবে না। দুইজন ক্যাপ্টেনের সঙ্গেও কথা হয়েছে। এখন আমাদের মধ্যে ভালো যোগাযোগ আছে। এ কারণেই মনে হয়েছে সময়টা সঠিক।’

অধিনায়কত্বের বাইরে থাকলেও সেই সময়টা যে তার জন্য মানসিকভাবে ইতিবাচক ছিল, সেটাও জানালেন শান্ত। তিনি বলেন, ‘এই সময়টায় ভালোই ছিলাম। এখন বোর্ডের যে যোগাযোগ, যে মনোভাব তা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি বিশ্বাস করি দলই সবার আগে, বোর্ডে থাকা সাবেক ক্রিকেটারদের চিন্তাধারা আমার ভালো লেগেছে। তাই ফিরেছি।’

এই সিরিজের আরেকটি বিশেষ দিক হচ্ছে মুশফিকুর রহিমের শততম টেস্ট। যদি তিনি দুই টেস্টই খেলেন, তাহলে মিরপুরে দ্বিতীয় টেস্টেই ইতিহাস গড়বেন ‘মিস্টার ডিপেন্ডেবল। এই মুহূর্তটা পুরো দল নিয়ে উদযাপন করতে চান শান্ত। তিনি জানান, ‘মুশফিক ভাইকে নিয়ে আলাদা একটা ভালো লাগা কাজ করছে। তার অভিজ্ঞতা আমাদের ড্রেসিং রুমে ভীষণ কাজে দেয়। আমরা চাই, দুইটা টেস্টই যেন জয়ের মাধ্যমে উদযাপন করতে পারি।’

(ওএস/এএস/নভেম্বর ১০, ২০২৫)

পাঠকের মতামত:

১০ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test