E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবির শোক প্রকাশ

২০২৫ ডিসেম্বর ৩০ ১২:৪৬:৪৪
খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবির শোক প্রকাশ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় বিসিবি জানায়, দেশের ক্রিকেটের অগ্রযাত্রায় বেগম খালেদা জিয়ার অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে বোর্ড। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে গুরুত্বপূর্ণ সমর্থন ও পৃষ্ঠপোষকতা প্রদান করেছিলেন। তার সময়ে ক্রিকেট অবকাঠামোর উন্নয়নসহ সারাদেশে খেলাটির বিস্তারে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়।

শোকবার্তায় আরও বলা হয়, বেগম খালেদা জিয়ার দূরদর্শিতা ও উৎসাহ বাংলাদেশের ক্রিকেটকে আজকের অবস্থানে পৌঁছাতে সহায়ক ভূমিকা রেখেছে। দেশের ক্রিকেট যে অগ্রগতির পথ ধরে এগিয়েছে, তার পেছনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই শোকের মুহূর্তে পুরো জাতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করেছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বিসিবি।

(ওএস/এএস/ডিসেম্বর ৩০, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test