E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘ভারতে না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ’

২০২৬ জানুয়ারি ১১ ০০:৪২:৩০
‘ভারতে না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ’

স্পোর্টস ডেস্ক : আইপিএলে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ঘিরে সৃষ্ট বিতর্কের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে এখনো অনড় রয়েছে বাংলাদেশ।

শনিবার (১০ জানুয়ারি) বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্পষ্ট করে জানিয়েছেন, এ বিষয়ে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত। তিনি জানান, বিসিবি ইতোমধ্যে দুই দফায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে এবং নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে।

বিসিবির পক্ষ থেকে আইসিসিকে অনুরোধ করা হয়েছে বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় আয়োজনের বিষয়টি বিবেচনা করতে। নিরাপত্তা ইস্যুর পাশাপাশি মোস্তাফিজুর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে ‘জাতীয় মর্যাদার প্রশ্ন’ হিসেবেই দেখছে বোর্ড। দেশের ক্রিকেটের সম্মান রক্ষার স্বার্থেই এমন কঠোর অবস্থান নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

যদিও বাংলাদেশ থেকে একাধিক চিঠি পাঠানো হয়েছে, এখনো পর্যন্ত আইসিসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।
ফলে ক্রিকেটপ্রেমীদের মধ্যে জোর আলোচনা চলছে আইসিসি কি বাংলাদেশের দাবির পরিপ্রেক্ষিতে ভেন্যু পরিবর্তন করবে, নাকি বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে?

এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন, 'আমরা আমাদের সিদ্ধান্তে অটল রয়েছি। আশা করছি আগামী সোমবার বা মঙ্গলবারের মধ্যেই আইসিসি থেকে চূড়ান্ত কোনো জবাব পাওয়া যাবে।'

তিনি আরও জানান, ভারতের মাটিতে খেলা নিয়ে বিসিবির আপত্তি অত্যন্ত দৃঢ়। ভেন্যু পরিবর্তনের বিষয়ে ইতিবাচক সাড়া না মিললে বাংলাদেশ বিকল্প পথ বেছে নিতে বাধ্য হবে।

(ওএস/এএস/জানুয়ারি ১১, ২০২৬)

পাঠকের মতামত:

১৩ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test