E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সারা দেশের একাডেমি নিয়ে ‘একাডেমি কাপ’ চালু করছে বাফুফে

২০২৬ জানুয়ারি ১২ ০০:৫২:৫০
সারা দেশের একাডেমি নিয়ে ‘একাডেমি কাপ’ চালু করছে বাফুফে

স্পোর্টস ডেস্ক : দেশের তৃণমূল ফুটবলকে সুসংগঠিত ও শক্ত ভিতের ওপর দাঁড় করাতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই পরিকল্পনার অংশ হিসেবে সারা দেশে ছড়িয়ে থাকা কয়েক শত ফুটবল একাডেমিকে নিয়ে আয়োজন করা হচ্ছে নতুন প্রতিযোগিতা ‘একাডেমি কাপ’।

রবিবার বিকেলে বাফুফে ভবনে ডেভেলপমেন্ট কমিটির ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী জানান, দেশের নিবন্ধিত ফুটবল একাডেমিগুলোকে আর বিচ্ছিন্নভাবে নয়, একটি কাঠামোর আওতায় এনে নিয়মিত প্রতিযোগিতার মধ্যে রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

পরিকল্পনা অনুযায়ী, একাডেমি কাপ হবে ছেলে ও মেয়ে দুই বিভাগেই। নারী বিভাগের টুর্নামেন্ট পরিচালনার দায়িত্ব থাকবে বাফুফের নারী উইংয়ের ওপর। এ ক্ষেত্রে ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে।

এর আগে ফিফার অর্থায়নে সীমিত আকারে প্রায় ১৬৫ থেকে ১৭০টি একাডেমিকে নিয়ে এই প্রতিযোগিতা আয়োজন করা হলেও এবার পরিসর অনেক বড় করতে চায় বাফুফে।
নতুন পরিকল্পনায় দেশের প্রায় ৩০০টি ছোট-বড় একাডেমিকে এই টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা তৃণমূল ফুটবলের জন্য বড় একটি অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

শুধু একটি টুর্নামেন্টেই থেমে থাকতে চায় না ফেডারেশন। ডেভেলপমেন্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বছরজুড়ে মাঠের ফুটবল সচল রাখতে প্রতি মাসে অন্তত একটি করে গ্রাসরুট কার্যক্রম আয়োজন করা হবে। এসব কার্যক্রমের মধ্যে থাকবে ফুটবল ক্লিনিক, ফুটবল ফেস্টিভ্যাল ও কমিউনিটি-ভিত্তিক নানা ইভেন্ট।
এর মাধ্যমে বয়সভিত্তিক খেলোয়াড়দের নিয়মিত ম্যাচ ও প্রশিক্ষণের সুযোগ তৈরি হবে।

অর্থায়নের ক্ষেত্রেও নতুন পথে হাঁটতে চায় বাফুফে। এতদিন তৃণমূল উন্নয়নে ফিফার তহবিলের ওপর নির্ভরতা থাকলেও, ২০২৬ সালকে সামনে রেখে এবার স্থানীয় ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠানকে স্পন্সর হিসেবে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ ছাড়া জেলা ও আঞ্চলিক পর্যায়ে একাডেমিগুলোকে নিজস্ব স্পন্সর সংগ্রহে উৎসাহ দেবে ফেডারেশন। পাশাপাশি একাডেমিগুলোর টেকসই উন্নয়নের জন্য বাফুফের পক্ষ থেকে কারিগরি ও লজিস্টিক সহায়তা দেওয়ার কথাও জানিয়েছেন নাসের শাহরিয়ার জাহেদী।

(ওএস/এএস/জানুয়ারি ১২, ২০২৬)

পাঠকের মতামত:

১২ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test