E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘বাংলাদেশ-ভারত ম্যাচে হাত না মেলানো অনিচ্ছাকৃত’

২০২৬ জানুয়ারি ১৮ ০০:৪৩:০২
‘বাংলাদেশ-ভারত ম্যাচে হাত না মেলানো অনিচ্ছাকৃত’

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ম্যাচে টসের সময় ঘটে যাওয়া একটি ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার জন্ম দিলেও বিষয়টি নিয়ে দ্রুত ও স্পষ্ট অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জিম্বাবুয়ের বুলাওয়ায়োতে অনুষ্ঠিত ম্যাচে টসের সময় ভারতের অধিনায়ক আয়ুশ মাত্রের সঙ্গে হাত মেলাননি বাংলাদেশের সহ-অধিনায়ক জাওয়াদ আবরার। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে নানা ব্যাখ্যা ও বিতর্ক শুরু হয়। তবে ম্যাচের প্রথম ইনিংস শেষ হওয়ার পর আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি জানায়, ঘটনাটি ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও অনভিপ্রেত।

বিসিবির ব্যাখ্যায় বলা হয়, অসুস্থতার কারণে নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম তামিম টস করতে পারেননি। সে কারণে সহ-অধিনায়ক জাওয়াদ আবরার টসে দলের প্রতিনিধিত্ব করেন। ওই সময় মুহূর্তের জন্য মনোযোগ বিচ্যুত হওয়ায় প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে হাত মেলানো হয়নি।

বিসিবি স্পষ্ট করে জানায়, এ ঘটনায় প্রতিপক্ষ দলের প্রতি কোনো ধরনের অসম্মান, অবজ্ঞা কিংবা নেতিবাচক মনোভাবের প্রশ্নই ওঠে না।
ক্রিকেটীয় শিষ্টাচার ও সৌহার্দ্য বজায় রাখা বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতির একটি মৌলিক অংশ, যা কোনোভাবেই লঙ্ঘিত হয়নি।

ঘটনাটিকে যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে বোর্ড। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে টিম ম্যানেজমেন্টকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং খেলোয়াড়দের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে মাঠে ও মাঠের বাইরে প্রতিটি আচরণে ক্রীড়াসুলভ মনোভাব, পারস্পরিক সম্মান ও সৌহার্দ্য বজায় রাখা তাদের দায়িত্ব।

বিসিবি আরও জানায়, ক্রিকেটের মূল্যবোধ রক্ষা এবং প্রতিপক্ষের প্রতি সম্মান প্রদর্শন যে কোনো পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে একটি অপরিহার্য শর্ত।
এ বিষয়ে বোর্ড কোনো আপস করতে রাজি নয়।

শেষ পর্যন্ত বিসিবি পুনর্ব্যক্ত করেছে, মাঠে কিংবা মাঠের বাইরে সব ক্ষেত্রেই ক্রিকেটের চেতনা ও নৈতিকতার প্রতি তারা সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

(ওএস/এএস/জানুয়ারি ১৮, ২০২৬)


পাঠকের মতামত:

১৮ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test