E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘২৪ ঘণ্টার আগেই বিশ্বকাপ খেলতে রাজি হবে বাংলাদেশ’

২০২৬ জানুয়ারি ২৩ ১১:৪৮:৪৩
‘২৪ ঘণ্টার আগেই বিশ্বকাপ খেলতে রাজি হবে বাংলাদেশ’

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট জটিলতায় এবার প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। তিনি মনে করেন, আইসিসি নির্ধারিত ২৪ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্বকাপে অংশ নিতে রাজি হয়ে যাবে। তার মতে, এর পেছনে বড় ধরনের আর্থিক ও আইনি বাধ্যবাধকতার বিষয় জড়িত রয়েছে।

নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে সাম্প্রতিক বক্তব্যে আকাশ চোপড়া বিসিবিকে উদ্দেশ্য করে বলেন, ‘বাংলাদেশ, আপনাদের কাছে সিদ্ধান্ত নেওয়ার জন্য মাত্র ২৪ ঘণ্টা সময় আছে।

আইসিসি তৃতীয় পক্ষের মাধ্যমে নিরাপত্তা পর্যবেক্ষণ করে নিশ্চিত করেছে যে সেখানে কোনো ঝুঁকি নেই। এখন আপনারা যদি না আসেন, তবে আপনাদের পরিবর্তে অন্য কাউকে নেওয়া হবে।’

আকাশ চোপড়া আরও উল্লেখ করেন যে, বাংলাদেশ না খেললে সেই শূন্যস্থান পূরণ করতে পারে স্কটল্যান্ড। তিনি বলেন, ‘আপনাদের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হতে পারে।
যাদের হারিয়ে ইতালি টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছিল, সেই স্কটল্যান্ডের কপাল এবার খুলে যেতে পারে।"

উল্লেখ্য, এর আগেও ২০০৯ সালে জিম্বাবুয়ের সমস্যার কারণে একইভাবে সুযোগ পেয়েছিল স্কটল্যান্ড।

বাংলাদেশ কেন শেষ পর্যন্ত খেলতে বাধ্য হবে, তার ব্যাখ্যায় আকাশ চোপড়া বড় অংকের আর্থিক লেনদেনের বিষয়টি সামনে আনেন। তিনি বলেন, ‘আমি মনে করিয়ে দিতে চাই, এর পেছনে বড় ধরনের আর্থিক ব্যাপার জড়িত।
আইসিসির আয়ের একটা বড় অংশ বাংলাদেশের মতো দেশগুলোর কাছে যায়।’

তিনি আরও সতর্ক করে বলেন, ‘একবার মৌখিক বা লিখিত সম্মতি দেওয়ার পর শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালে আইসিসি কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। এর পুরো দায়ভার বাংলাদেশের ওপর পড়বে এবং ভবিষ্যতে তাদের বড় সমস্যায় পড়তে হতে পারে।’

আকাশ চোপড়ার বিশ্বাস, বাস্তব পরিস্থিতি বিবেচনা করে বিসিবি তাদের আগের অবস্থান থেকে সরে আসবে। তার ভাষায়, ‘আমার মনে হয় বাংলাদেশ হয়তো ২৪ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার আগেই রাজি হয়ে যাবে এবং জানাবে যে তারা বিশ্বকাপ খেলতে আসছে।


ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কি না- এই সিদ্ধান্ত ঘিরে চরম অনিশ্চয়তার মধ্যে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে ভারতের মাটিতে গিয়ে খেলা অথবা না খেলার বিষয়সহ চলমান বিশ্বকাপ সংকট নিয়ে খেলোয়াড়দের মতামত শোনা হবে।

(ওএস/এএস/জানুয়ারি ২৩, ২০২৬)



পাঠকের মতামত:

২৩ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test