E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সময় চাইলেন টিম ডিরেক্টর রবি শাস্ত্রী!

২০১৪ ডিসেম্বর ৩১ ২২:২৩:৫০
সময় চাইলেন টিম ডিরেক্টর রবি শাস্ত্রী!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : সময়টা বেশ খারাপই যাচ্ছে ভারতের জাতীয় ক্রিকেট দলের। দলের ধারাবাহিক ব্যর্থতায় খেলোয়াড়দের পাশাপাশি কর্মকর্তাদেরও কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। মেলবোর্ন টেস্ট ড্রয়ের মাধ্যমে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে। টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বলা যায়, একটা টালমাটাল অবস্থা বিরাজ করছে ভারতীয় ক্রিকেটে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য ১২ মাস সময় চাইলেন টিম ডিরেক্টর রবি শাস্ত্রী।

সিরিজের ফল ৩-০ বা ৪-০, যা-ই হোক এ নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন শাস্ত্রী। প্রতিপক্ষকে চাপে রেখে খেলতে পারছেন এটিকেই বড় করে দেখছেন তিনি। স্টার স্পোর্টসকে শাস্ত্রী বলেন, ‘মানসিক অবস্থা ও পারফরম্যান্সটাকেই আমি বড় করে দেখছি। স্কোরলাইনটা এখানে খুব বড় কিছু নয়। দুজন তরুণ তুর্কি প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করছে। অস্ট্রেলিয়া দল তাদের সমীহ করতে বাধ্য হয়েছে। এদিক থেকে আমি খুশি। তৃতীয় দিনে যে ব্যাটিং দেখলাম তা অসাধারণ। দীর্ঘদিন এমনটি দেখা যায় না। পুরো অস্ট্রেলিয়া বুঝে গিয়েছিল যে, ভারত শুধু খেলতে আসেনি, জিততে এসেছে। আমার কথা মনে স্মরণে রাখুন। আর ১২ মাস সময় দিন, দেখবেন- ভারত সেরা দুই দলের মধ্যে ফিরে আসবে।’

দলের পারফরম্যান্স ফেরাতে শাস্ত্রীর চাওয়া সময়টা অনেক বেশি। কেন এতো বেশি সময় চাইছেন, তারও একটা ব্যাখ্যা দেন তিনি। বর্তমান ব্যাটসম্যানদের এমন খুব কম জনই আছেন, যে বিদেশের মাটিতে বোলিং করতে পারে। অথচ গাঙ্গুলির মতো ব্যাটসম্যানরা ১০-১৫ ওভার করে বল করতে পারতেন।

(ওএস/পি/ডিসেম্বর ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test