E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

বালোতল্লিরও লালকার্ড আশঙ্কা থাকছে

২০১৪ মে ২৬ ২০:২৪:১৬
বালোতল্লিরও লালকার্ড আশঙ্কা থাকছে

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ডামাডোল বাজছে ব্রাজিল বিশ্বকাপ ফুটবল নিয়ে। সেখানে বরাবরের মতো হাজির বোদ্ধারাও। নানা সমীকরণ, হিসেব-নিকাশের কথা ফলাও করে বলেছেন। যেন যা বলছেন, তা সবটাই ফলে যাবে। অবশ্য তারা কিন্তু যুক্তি-বিচার করেই আগাম কথা বলার চেষ্টা করছেন।

বিশ্বকাপ শুরু আগামী ১২ জুন ব্রাজিল। সেখানে একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন বোদ্ধারা। লাল কার্ড প্রসঙ্গ। সেখানে সবার আগে উঠে এসছে ম্যারয়ন বালোতল্লির নাম। না, শুধু তাকে লক্ষ্য করে বলা হয়নি। ওই তালিকায় রয়েছেন আরও অনেকেই। অতীত রেকর্ড বলছে, খেলার সময় অনেক ফুটবলার তাদের মেজাজকে ধরে রাখতে না পেরে নানা অঘটন ঘটিয়ে ফেলেন। বোদ্ধারা ১০ জন খেলোয়াড়ের ওপর বাজি ধরেছেন। বাজিটা লালকার্ড পাওয়ায়। উল্লেখ্য, ২০১০ বিশ্বকাপে ১৭টি লাল কার্ড দেখানো হয়েছে। সেই বিবেচনায় এবার লালকার্ড ধরা হয়েছে ১০টি।

(ওএস/পি/মে ২৬,২০১৪)

পাঠকের মতামত:

০৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test