E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

আর্জেন্টিনার ৩০০ ফুট লম্বা পতাকা নিয়ে মিছিল

২০১৪ জুন ১১ ১৯:৪৯:১০
আর্জেন্টিনার ৩০০ ফুট লম্বা পতাকা নিয়ে মিছিল

গাজীপুর প্রতিনিধি : দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ ফুটবলের ২০তম আসর। ব্রাজিলের মাটিতে এবারের বিশ্বকাপ ট্রফি যাবে ম্যারাডোনার দেশ আর্জেন্টিনার ঘরে, এমন আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে গাজীপুরের কালীগঞ্জে আর্জেন্টিনার ৩০০ ফুট লম্বা পতাকা নিয়ে মিছিল করেছে সমর্থকরা।

বুধবার বিকালে উপজেলার জামালপুর বাজারের বাশাইর মোড় থেকে বিশাল এ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার জামালপুর, বক্তারপুর, তুমলিয়া ইউনিয়ন ও কালীগঞ্জ পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাহাদুরসাদী ইউনিয়নে এসে শেষ হয়।

জানা যায়, কালীগঞ্জ আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী সংগঠনের সুমন মাহমুদ মুন, শামীম, তামান, রঞ্জন ও বাবু ২ শতাধীক আর্জেন্টিনার সমর্থকদের একত্রিত করে প্রায় ২৫ হাজার টাকা খরচ করে এ পতাকা মিছিলের আয়োজন করেন।

এ সময় সমর্থকদের শরীরে নীল-সাদা রং দিয়ে আর্জেন্টিনার পতাকা অঙ্কন করা ছিল। তাদের গায়ে ছিল আর্জেন্টিনার জার্সি ও হাতে ছিল খেলোয়ারদের নামের ফেস্টুন ও প্লে কার্ড। এ মিছিলে ছিল বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র। এ মিছিলে অংশ নেয় ছাত্র-শিক্ষক, ব্যবসায়িসহ বিভিন্ন পেশাজীবির আর্জেন্টটাইন সমর্থকরা।

আর্জেন্টিনার বিশাল এই পতাকা তৈরির মূল উদ্যোক্তা সুমন মাহমুদ মুন, শামীম, তামান, রঞ্জন ও বাবু জানান, বিশ্বকাপ ফুটবলের এ উন্মাদনা দেশের ফুটবলের জন্য খুবই ইতিবাচক। আর এ উন্মাদনাকে কাজে লাগিয়ে একদিন আমাদের দেশের ফুটবলও এগিয়ে যাবে এটাই বিশ্বাস করি।’

(ওএস/এস/জুন ১১, ১০১৪)

পাঠকের মতামত:

০৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test