E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

যৌনকর্মীরা অধিকারের দাবিতে ফুটবল খেলেছে

২০১৪ জুন ১৫ ১৯:১৬:৫১
যৌনকর্মীরা অধিকারের দাবিতে ফুটবল খেলেছে

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ব্রাজিলের যৌনকর্মী ও আমেরিকান ধর্মপ্রচারকরা অধিকারের দাবিতে প্রীতি ফুটবল ম্যাচ খেলেছে। শনিবার বেলো হরিজন্তের শহরের কেন্দ্রীয় সড়কের পাশে যৌনকর্মীদের অধিকারের প্রতি জনসাধারণ ও সরকারের সচেতনতা বাড়াতেই এমন অভিনব খেলার আয়োজন করা হয়েছিল।

ব্রাজিল জাতীয় ফটবল দলের জার্সির অনুকরণে সবুজ এবং হলুদ রংযের পোশাক পরে মাঠে নেমেছিল ২ দল। যদিও যৌনকর্মীরা তাদের দলটিকে নগ্ন ফুটবল ক্লাব হিসেবে দাবি করেছে।

ম্যাচ আয়োজন করেছিল বেলো হরিজন্তের পতিতা অ্যাসোসিয়েশন।অ্যাসোসিয়েশন ব্রাজিলের কয়েকটি শহরের ৮০ হাজার যৌনকর্মীকে সাহায্য করেছে। বিশ্বকাপ উপলক্ষ্যে যৌনকর্মীদের বিনামূল্যে ইংরেজি শিক্ষাও দিয়েছে অ্যাসোসিয়েশন।

ব্রাজিলের সরকারের প্রতি যৌনকর্মীদের অভিযোগ হচ্ছে সরকার তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে ।তাদের দাবি, সরকার যেন তাদের সাহায্য করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।

খেলোয়াড়দের একজন প্যাত্রিসিয়া বোংগস বলেছেন, ‘সবার অধিকার সমান হওয়া উচিত। আমরা অন্যদের চেয়ে আলাদা নেই। তাই আমরা কুসংস্কার দূর করতে চায়।’

(ওএস/পি/জুন ১৫,২০১৪)

পাঠকের মতামত:

০৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test